ক্রীড়া ডেস্ক
বোলিংটা নাজমুল হোসেন শান্ত করেন কালেভদ্রে। ১৩৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি। কলম্বোর প্রেমাদাসায় আজ তিনি যে উইকেট পেলেন, সেটা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ মাস। উইকেট পাওয়ার পর অবশ্য পিটুনি খেয়েছেন তিনি।
তানজিম হাসান সাকিব-তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে শ্রীলঙ্কা চাপে পড়লেও ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসেছে। লঙ্কানদের উইকেট পেতে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ মোস্তাফিজুর রহমান, তাসকিনরা ওভারের পর ওভার করে গেছেন। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন মিরাজ বল তুলে দিলেন শান্তর হাতে। শান্ত এসে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন।
শ্রীলঙ্কার ইনিংসের ৩২তম ওভারের সময় শান্ত বোলিংয়ে আসেন। ওভারের প্রথম বলেই তাঁকে স্কয়ার কাট করে চার মারলেন জানিথ লিয়ানাগে। পরের দুই বল ডট দিয়েছেন শান্ত। ওভারের চতুর্থ বলে শান্তকে এগিয়ে এসে মারতে যান লিয়ানাগে। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লং অনে তালুবন্দী করেছেন তানজিম হাসান সাকিব। তাতে ভেঙে যায় লিয়ানাগে-চারিথ আসালাঙ্কার ৭৬ বলে ৬৪ রানের জুটি।
৪০ বলে ৪ চারে ২৯ রান করে লিয়ানাগে ফিরলে ব্যাটিংয়ে নামেন মিলান রত্নায়েকে। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বল থেকে রত্নায়েকে নিলেন ১ রান। ৩২তম ওভার শান্ত শেষ করলেন ৫ রান ও ১ উইকেট নিয়ে। এক ওভার পর বোলিংয়ে এসেই গুবলেট পাকান তিনি। ৩৪তম ওভারের প্রথম বলে শান্তকে ছক্কা মেরেছেন আসালাঙ্কা। শান্তর হাত থেকে অবশ্য বল ফস্কে যায়। নো বল হওয়ায় শ্রীলঙ্কা পায় ৭ রান। একই ওভারের দ্বিতীয় বলে মিলান রত্নায়েকে চার মারেন। শান্ত আজ ২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
তালগোল পাকানোর পর শান্তর হাতে আর বল তুলে দেননি মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৯৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে অপরাজিত। রত্নায়েকে ১১ রানে ব্যাটিং করছেন।
বোলিংটা নাজমুল হোসেন শান্ত করেন কালেভদ্রে। ১৩৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি। কলম্বোর প্রেমাদাসায় আজ তিনি যে উইকেট পেলেন, সেটা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ মাস। উইকেট পাওয়ার পর অবশ্য পিটুনি খেয়েছেন তিনি।
তানজিম হাসান সাকিব-তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে শ্রীলঙ্কা চাপে পড়লেও ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসেছে। লঙ্কানদের উইকেট পেতে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ মোস্তাফিজুর রহমান, তাসকিনরা ওভারের পর ওভার করে গেছেন। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন মিরাজ বল তুলে দিলেন শান্তর হাতে। শান্ত এসে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন।
শ্রীলঙ্কার ইনিংসের ৩২তম ওভারের সময় শান্ত বোলিংয়ে আসেন। ওভারের প্রথম বলেই তাঁকে স্কয়ার কাট করে চার মারলেন জানিথ লিয়ানাগে। পরের দুই বল ডট দিয়েছেন শান্ত। ওভারের চতুর্থ বলে শান্তকে এগিয়ে এসে মারতে যান লিয়ানাগে। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লং অনে তালুবন্দী করেছেন তানজিম হাসান সাকিব। তাতে ভেঙে যায় লিয়ানাগে-চারিথ আসালাঙ্কার ৭৬ বলে ৬৪ রানের জুটি।
৪০ বলে ৪ চারে ২৯ রান করে লিয়ানাগে ফিরলে ব্যাটিংয়ে নামেন মিলান রত্নায়েকে। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বল থেকে রত্নায়েকে নিলেন ১ রান। ৩২তম ওভার শান্ত শেষ করলেন ৫ রান ও ১ উইকেট নিয়ে। এক ওভার পর বোলিংয়ে এসেই গুবলেট পাকান তিনি। ৩৪তম ওভারের প্রথম বলে শান্তকে ছক্কা মেরেছেন আসালাঙ্কা। শান্তর হাত থেকে অবশ্য বল ফস্কে যায়। নো বল হওয়ায় শ্রীলঙ্কা পায় ৭ রান। একই ওভারের দ্বিতীয় বলে মিলান রত্নায়েকে চার মারেন। শান্ত আজ ২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
তালগোল পাকানোর পর শান্তর হাতে আর বল তুলে দেননি মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৯৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে অপরাজিত। রত্নায়েকে ১১ রানে ব্যাটিং করছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়রা।
৩ মিনিট আগেবাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। গতকাল রাতে সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
৩৮ মিনিট আগেশ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেঅম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
১১ ঘণ্টা আগে