Ajker Patrika

তিন ক্রিকেটারের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৬: ৫৮
কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। ছবি: এএফপি
কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। ছবি: এএফপি

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। পঞ্চপাণ্ডব ছাড়া প্রথমবার ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকটা তারুণ্য নির্ভর একাদশ। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো টস করতে নেমেছেন।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে মিলান রত্নায়েকে।

তানজিদ হাসান তামিম, ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। পেটের পীড়ায় অসুস্থ ছিলেন রিশাদ হোসেন। একাদশে সুযোগ হয়নি এই লেগ স্পিনারের।

স্পিন আক্রমণে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছে তাঁর। এবার ৫০ ওভারের সংস্করণেও অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের। পেস বোলিং আক্রমণে আছেন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর খেলছেন তাসকিন।

ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তাসকিন ও মোস্তাফিজের রেকর্ডও দারুণ। ১৪ ইনিংসে মোস্তাফিজের শিকার ২৩, তাসকিন ১৩ ইনিংস নিয়েছেন ২২ উইকেট।

শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাতুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আছেন নিশান মাদুশকা। প্রত্যাশিতভাবে কুশল মেন্ডি, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কারা আছেন মিডল অর্ডার সামলাতে। বোলিং আক্রমণে—তিন পেসারের সঙ্গে দুই স্পিনার লঙ্কানদের একাদশে। রহস্য স্পিনার মহেশ তিকসানার সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ঘূর্ণি আক্রমণে। পতোপ দাগতে আছেন আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকে।

বাংলাদেশের একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ:

নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকসানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্দো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত