ক্রীড়া ডেস্ক
টেস্ট সিরিজে ভরাডুবির পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুটা দারুণ করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবরা গুঁড়িয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা—পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামছে বাংলাদেশ। দলটি আজ ওয়ানডে খেলতে নামছে নতুন অধিনায়ক মিরাজের নেতৃত্বে। দুর্দান্ত বোলিংয়ে দুই লঙ্কান ওপেনারকে দ্রুত ফেরায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ করতে গিয়ে আরও বিপাকে পড়ে স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেটে ২৯ রান করেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ বল থেকে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। ১১তম বলে প্রথম রান আসে লঙ্কান ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে রান এসেছে কেবল ৫ রান। চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিশাংকাকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন নিশাংকা। ৮ বল খেলেও কোনো রান নিতে পারেননি নিশাংকা।
নিশাংকা আউট হওয়ার পরের ওভারে শ্রীলঙ্কা হারায় আরেক ওপেনার মাদুশকার উইকেট। পঞ্চম ওভারের তৃতীয় বলে তাসকিনের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন মাদুশকা (৬)। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ২ উইকেটে ১১ রান। পরের ওভারে তানজিম সাকিবকে বেধড়ক পিটিয়ে একাই ১৪ রান নেন কুশল মেন্ডিস। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কা মারেন তিনি।
মেন্ডিসের পিটুনির পরই শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ে যায়। সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে উড়িয়ে মারতে যান কামিন্দু মেন্ডিস। মিড অফে সহজ ক্যাচ ধরেন মিরাজ। কামিন্দুও কোনো রান না করেই আউট হয়েছেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা আসালাঙ্কা ৫ বল খেললেও রানের খাতা এখনো খুলতে পারেননি। তাঁর সঙ্গী কুশল মেন্ডিস ১২ বলে ১৯ রান করেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে দিয়ে তিন ক্রিকেটারের ওয়ানডেতে অভিষেক হয়েছে। বাংলাদেশের অভিষিক্ত দুই ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম ও তানভীর ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কার মিলান রত্নায়েকে প্রথমবার আজ ওয়ানডে খেলতে নেমেছেন।
টেস্ট সিরিজে ভরাডুবির পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুটা দারুণ করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবরা গুঁড়িয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা—পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামছে বাংলাদেশ। দলটি আজ ওয়ানডে খেলতে নামছে নতুন অধিনায়ক মিরাজের নেতৃত্বে। দুর্দান্ত বোলিংয়ে দুই লঙ্কান ওপেনারকে দ্রুত ফেরায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ করতে গিয়ে আরও বিপাকে পড়ে স্বাগতিকেরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেটে ২৯ রান করেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ বল থেকে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। ১১তম বলে প্রথম রান আসে লঙ্কান ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে রান এসেছে কেবল ৫ রান। চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিশাংকাকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন নিশাংকা। ৮ বল খেলেও কোনো রান নিতে পারেননি নিশাংকা।
নিশাংকা আউট হওয়ার পরের ওভারে শ্রীলঙ্কা হারায় আরেক ওপেনার মাদুশকার উইকেট। পঞ্চম ওভারের তৃতীয় বলে তাসকিনের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন মাদুশকা (৬)। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ২ উইকেটে ১১ রান। পরের ওভারে তানজিম সাকিবকে বেধড়ক পিটিয়ে একাই ১৪ রান নেন কুশল মেন্ডিস। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কা মারেন তিনি।
মেন্ডিসের পিটুনির পরই শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়ে যায়। সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে উড়িয়ে মারতে যান কামিন্দু মেন্ডিস। মিড অফে সহজ ক্যাচ ধরেন মিরাজ। কামিন্দুও কোনো রান না করেই আউট হয়েছেন। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা আসালাঙ্কা ৫ বল খেললেও রানের খাতা এখনো খুলতে পারেননি। তাঁর সঙ্গী কুশল মেন্ডিস ১২ বলে ১৯ রান করেছেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে দিয়ে তিন ক্রিকেটারের ওয়ানডেতে অভিষেক হয়েছে। বাংলাদেশের অভিষিক্ত দুই ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম ও তানভীর ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কার মিলান রত্নায়েকে প্রথমবার আজ ওয়ানডে খেলতে নেমেছেন।
বড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৪৪ মিনিট আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদও প্রকাশ করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
৩ ঘণ্টা আগে