ব্যাকটেরিয়ায় মরছে টমেটো গাছ, দিশেহারা চাষি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমির ফলন্ত টমেটোগাছ ‘স্ট্রোক’ রোগে মারা যাচ্ছে। কোনো বালাইনাশকেই এ মৃত্যু রোধ হচ্ছে না। ফলে চাষিরা দিশেহারা হয়ে পড়ছেন। কৃষিবিদেরা জানিয়েছেন, এটি মাটিবাহিত ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ। এ রোগে গাছের শেকড় একেবারে নষ্ট করে ফেলে।