Ajker Patrika

চিত্রা নদীতে নৌকাবাইচ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫: ২৭
চিত্রা নদীতে নৌকাবাইচ

ফকিরহাটের চিত্রা নদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মূলঘর ইউনিয়নের কলকলিয়া এলাকার চিত্রা নদীতে এ নৌকাবাইচ হয়। এদিকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষ ভিড় করেন।

নৌকাবাইচ স্থানীয় ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিবছরের ন্যায় উপজেলার কলকলিয়া আশালতা স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত নৌকাবাইচে উৎসাহ প্রদানের জন্য কিছু মানুষকে ঢোল ও কাঁসার ঘণ্টা বাজাতে দেখা যায়। নৌকাবাইচের মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তোলেন এলাকা। রং বেরঙের বাহারি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। হাজারো মানুষ রাস্তায় কেউ বা ডিঙি নৌকা নিয়ে উপভোগ করেন নৌকাবাইচ।

নৌকাবাইচে দেখতে আসা এক ব্যক্তি বলেন, চিত্রা নদীতে প্রায়ই নৌকাবাইচ হয়। দুপুর থেকে বসে আছেন নদীর পাড়ে।

আয়োজক আশালতা স্মৃতি পাঠাগারের সভাপতি রনজিৎ কুমার মন্ডল বলেন, ছোট বেলায় এ নদী অনেক বড় ছিল। প্রতিবছর এখানে নৌকাবাইচ হতো। এখন নদী ছোট হওয়ায় একসঙ্গে ৮টি নৌকার বাইচ দেওয়া সম্ভব হচ্ছে না। দুটি করে নৌকা প্রতিযোগিতা করছে। একসঙ্গে সবগুলো প্রতিযোগিতায় নামতে পারলে দর্শকেরা আরও আনন্দ পেতেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার, কলকলিয়া আশালতা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও ব্যাংক কর্মকর্তা বৈষ্ণব দাস মন্ডল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত