পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের আলোর কোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকালে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের রাস উৎসব। তিন দিনব্যাপী এ উৎসব গত বুধবার সন্ধ্যায় শুরু হয়। তবে, এবার রাস পূর্ণিমার পুণ্যস্নান ও রাসপূজার অনুমতি দেওয়া হলেও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে রাসমেলা করার অনুমতি দেয়ন