Ajker Patrika

৩ হাজার ২৪৭ মেট্রিক টন ধান কিনবে গুদাম

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৯: ৪৯
৩ হাজার ২৪৭ মেট্রিক টন ধান  কিনবে গুদাম

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান কেনা শুরু হয়েছে। অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে চলতি বছরে জেলায় তিন হাজার ২৪৭ মেট্রিক টন ধান এবং দুই হাজার ৫৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য গুদাম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ৪০ টাকা কেজি দরে সেদ্ধ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কৃষকেরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত