Ajker Patrika

রামপালে হামলায় ইউপি সদস্য আহত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ২৭
রামপালে হামলায় ইউপি সদস্য আহত

বাগেরহাটের রামপালে নির্বাচন পরবর্তী সহিংসতায় শফিকুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার গিলাতলা বাজারে প্রতিপক্ষের লোকেরা তাঁর ওপর হামলা করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী সোহাগের। পরে গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত সোহাগ রামপাল উপজেলার বরদিয়া গ্রামের এখলাছ আলী শেখের ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তিনি।

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ বুধবার আজকের পত্রিকাকে বলেন, আমার সঙ্গে ইউপি নির্বাচনে হেরে যাওয়ার পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ শেখ আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। বিভিন্ন সময় আমাকে মেরে ফেলারও হুমকি দেয় তাঁরা। মঙ্গলবার রাতে গিলাতলা বাজারে সাংসদ শেখ হেলাল উদ্দিনের মা রিজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মারুফ শেখ ও তার লোকেরা আমার ওপর হামলা করে। মারুফ, মাসুম ও মোস্তাফিজ আমাকে মারধর শুরু করে। তারা আমার মাথায় লোহার রড দিয়ে বাড়ি দেয়।

রামপাল থানার ওসি মো. সামছউদ্দিন বলেন, একজন ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত