Ajker Patrika

এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান আজ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ৩৯
এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান আজ

বাগেরহাটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন হবে। এই দিন প্রতিষ্ঠানটির ৯২ জন এইসএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

শিক্ষার্থীদের টিকা দানের জন্য ইতিমধ্যে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে ফাইজার-বায়োএনটেক ‘এর ২৩ হাজার ৪০০ টিকা পৌঁছেছে। দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা রাখা হয়েছে। শনিবার সকাল থেকে জেলার সব উপজেলায় এইসএসসি পরীক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

অন্যান্য টিকা কার্যক্রমও পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, এইসএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী প্রথম ধাপে আমরা ২৩ হাজার ৪০০ টিকা পেয়েছি। সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এই টিকা গ্রহণ করতে পারবেন।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য সাত লাখ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ছয় লাখ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং তিন লাখ ৮১ হাজার ৮৭২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত