ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় আঘাত হানল রাশিয়া
ইউক্রেনের বিদ্যুৎ ও শক্তি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দাবি করেছেন, অন্তত ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। এতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র এবং সরবরাহ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।