রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে পোলিশ সেনাবাহিনী। গতকাল রোববার ইউক্রেনের কয়েকটি শহরে আঘাত হানার আগে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ব্যাপারে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাইবে পোল্যান্ড। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পোল্যান্ড বলেছে, মস্কো তার পশ্চিমের প্রতিবেশী ইউক্রেনের ওপর আক্রমণ বাড়িয়েছে। সেই বোমাবর্ষণের অংশ হিসেবেই ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানিয়েছিল রুশ বাহিনী। আর সেই ক্ষেপণাস্ত্রই ঢুকে পড়েছিল পোল্যান্ডের আকাশসীমায়।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রুশ ফেডারেশনকে ইউক্রেনের জনগোষ্ঠী এবং ভূখণ্ডের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী বিমান হামলা বন্ধ করতে, যুদ্ধ শেষ করতে এবং দেশের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করতে বলেছি।’
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাও কোসিনিয়াক-কামিজ বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ হামলার পর সব ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড। তিনি বলেছেন, পোলিশ ভূখণ্ডে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার ইঙ্গিত দেখা গেলে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করা হতো।
পোলিশ সেনাবাহিনী বলেছে যে, ভূমি থেকে প্রায় ৪০০ মিটার (১,৩০০ ফুট) ওপরে প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) বেগে যাওয়া ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই কিলোমিটার সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছিল।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, রাতে রাশিয়ান ফেডারেশনের বিমানবাহিনীর নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পোলিশ আকাশসীমা লঙ্ঘন করেছিল। ক্ষেপণাস্ত্রটি লুবলিন প্রদেশের ওসারডো গ্রামের ওপর পোলিশ আকাশসীমার মধ্য দিয়ে উড়ে ৩৯ সেকেন্ড অবস্থান করেছিল।
ক্ষেপণাস্ত্রটিকে সামরিক রাডারে অনুসরণ করেছিল পোল্যান্ড। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, পোলিশ সেনাবাহিনী নিয়মিত ইউক্রেনের ভূখণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পোলিশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী সতর্কতা অবলম্বন করছে।
২০২৩ সালের ২৯ ডিসেম্বর অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবার একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে প্রবেশের আগে কয়েক মিনিটের জন্য পোলিশ আকাশসীমায় ঢুকেছিল। এর আগে, ২০২২ সালের নভেম্বরে, ইউক্রেন সীমান্তের নিকটবর্তী পোলিশ গ্রাম প্রজেওডোতে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন নিহত হয়।
রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে পোলিশ সেনাবাহিনী। গতকাল রোববার ইউক্রেনের কয়েকটি শহরে আঘাত হানার আগে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ব্যাপারে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাইবে পোল্যান্ড। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পোল্যান্ড বলেছে, মস্কো তার পশ্চিমের প্রতিবেশী ইউক্রেনের ওপর আক্রমণ বাড়িয়েছে। সেই বোমাবর্ষণের অংশ হিসেবেই ইউক্রেনকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানিয়েছিল রুশ বাহিনী। আর সেই ক্ষেপণাস্ত্রই ঢুকে পড়েছিল পোল্যান্ডের আকাশসীমায়।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রুশ ফেডারেশনকে ইউক্রেনের জনগোষ্ঠী এবং ভূখণ্ডের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী বিমান হামলা বন্ধ করতে, যুদ্ধ শেষ করতে এবং দেশের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করতে বলেছি।’
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাও কোসিনিয়াক-কামিজ বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ হামলার পর সব ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড। তিনি বলেছেন, পোলিশ ভূখণ্ডে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার ইঙ্গিত দেখা গেলে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করা হতো।
পোলিশ সেনাবাহিনী বলেছে যে, ভূমি থেকে প্রায় ৪০০ মিটার (১,৩০০ ফুট) ওপরে প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) বেগে যাওয়া ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই কিলোমিটার সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছিল।
সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, রাতে রাশিয়ান ফেডারেশনের বিমানবাহিনীর নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পোলিশ আকাশসীমা লঙ্ঘন করেছিল। ক্ষেপণাস্ত্রটি লুবলিন প্রদেশের ওসারডো গ্রামের ওপর পোলিশ আকাশসীমার মধ্য দিয়ে উড়ে ৩৯ সেকেন্ড অবস্থান করেছিল।
ক্ষেপণাস্ত্রটিকে সামরিক রাডারে অনুসরণ করেছিল পোল্যান্ড। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, পোলিশ সেনাবাহিনী নিয়মিত ইউক্রেনের ভূখণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পোলিশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী সতর্কতা অবলম্বন করছে।
২০২৩ সালের ২৯ ডিসেম্বর অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবার একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে প্রবেশের আগে কয়েক মিনিটের জন্য পোলিশ আকাশসীমায় ঢুকেছিল। এর আগে, ২০২২ সালের নভেম্বরে, ইউক্রেন সীমান্তের নিকটবর্তী পোলিশ গ্রাম প্রজেওডোতে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুজন নিহত হয়।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৫ মিনিট আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
২ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৩ ঘণ্টা আগে