রাশিয়ার অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি প্রশিক্ষণ এলাকায় দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের ওই স্থানে এক জ্যেষ্ঠ কমান্ডারের আগমনের জন্য সেনারা জড়ো হলে সেখানে হামলা চালায় ইউক্রেন।
বিবিসির এক প্রতিবেদন অনুসারে, ওই ঘটনার এক ভিডিওতে বেশ কয়েকটি লাশ পড়ে থাকতে দেখা যায়।
রাশিয়ার এক কর্মকর্তা ইউক্রেনের হামলার ঘটনা নিশ্চিত করলেও এ-সংক্রান্ত প্রতিবেদনকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
বৈঠকে শোইগু ফ্রন্ট লাইনের বেশ কয়েকটি এলাকায় রাশিয়ার সাফল্য দাবি করেন এবং সম্প্রতি আভদিভকা শহর দখলের কথা বলেন। তবে দোনেৎস্ক অঞ্চলের ঘটনার বিষয়ে কিছু উল্লেখ করেননি।
খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার ট্রান্স বৈকাল অঞ্চলে অবস্থিত ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্যরা ত্রুদোভস্কে গ্রামের কাছে একটি প্রশিক্ষণ এলাকায় পূর্বাঞ্চলীয় সামরিক অঞ্চলের ২৯তম সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ওলেগ মোইসেয়েভের আগমনের অপেক্ষা করছিলেন।
ঘটনার পর বেঁচে যাওয়া এক সেনা ঘটনার ভিডিও রেকর্ডিংয়ের সময় বলেন, ব্রিগেডের কমান্ডাররা তাঁদের একটি খোলা মাঠে দাঁড় করিয়ে রেখেছিলেন। তাঁদের ওপর যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস উৎক্ষেপণ ব্যবস্থা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা গেছে।
ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবিতে একটি খোলা মাঠে বেশ কয়েকজন সেনাকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
ট্রান্স বৈকালের গভর্নর আলেক্সান্ডার ওসিপভ টেলিগ্রাম চ্যানেলে পরোক্ষভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এ-সম্পর্কিত প্রতিবেদনগুলো ‘সঠিক নয় এবং চূড়ান্তভাবে অতিরঞ্জিত’।
হতাহতের সংখ্যা না জানিয়ে তিনি বলেন, জড়িত সব সেনার পরিবারকে পূর্ণ ও সঠিক তথ্য দেওয়া হবে। সবাইকেই সাহায্য-সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
তবে ইউক্রেনের তরফ থেকে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য আসেনি।
রাশিয়ার অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি প্রশিক্ষণ এলাকায় দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের ওই স্থানে এক জ্যেষ্ঠ কমান্ডারের আগমনের জন্য সেনারা জড়ো হলে সেখানে হামলা চালায় ইউক্রেন।
বিবিসির এক প্রতিবেদন অনুসারে, ওই ঘটনার এক ভিডিওতে বেশ কয়েকটি লাশ পড়ে থাকতে দেখা যায়।
রাশিয়ার এক কর্মকর্তা ইউক্রেনের হামলার ঘটনা নিশ্চিত করলেও এ-সংক্রান্ত প্রতিবেদনকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
বৈঠকে শোইগু ফ্রন্ট লাইনের বেশ কয়েকটি এলাকায় রাশিয়ার সাফল্য দাবি করেন এবং সম্প্রতি আভদিভকা শহর দখলের কথা বলেন। তবে দোনেৎস্ক অঞ্চলের ঘটনার বিষয়ে কিছু উল্লেখ করেননি।
খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার ট্রান্স বৈকাল অঞ্চলে অবস্থিত ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্যরা ত্রুদোভস্কে গ্রামের কাছে একটি প্রশিক্ষণ এলাকায় পূর্বাঞ্চলীয় সামরিক অঞ্চলের ২৯তম সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ওলেগ মোইসেয়েভের আগমনের অপেক্ষা করছিলেন।
ঘটনার পর বেঁচে যাওয়া এক সেনা ঘটনার ভিডিও রেকর্ডিংয়ের সময় বলেন, ব্রিগেডের কমান্ডাররা তাঁদের একটি খোলা মাঠে দাঁড় করিয়ে রেখেছিলেন। তাঁদের ওপর যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস উৎক্ষেপণ ব্যবস্থা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা গেছে।
ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবিতে একটি খোলা মাঠে বেশ কয়েকজন সেনাকে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
ট্রান্স বৈকালের গভর্নর আলেক্সান্ডার ওসিপভ টেলিগ্রাম চ্যানেলে পরোক্ষভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এ-সম্পর্কিত প্রতিবেদনগুলো ‘সঠিক নয় এবং চূড়ান্তভাবে অতিরঞ্জিত’।
হতাহতের সংখ্যা না জানিয়ে তিনি বলেন, জড়িত সব সেনার পরিবারকে পূর্ণ ও সঠিক তথ্য দেওয়া হবে। সবাইকেই সাহায্য-সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
তবে ইউক্রেনের তরফ থেকে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য আসেনি।
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
৩ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১৭ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
২০ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে