হিসাবরক্ষক কালামই যেন উপজেলা শিক্ষা কর্মকর্তা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. আবুল কালাম আজাদ। হিসাবরক্ষক হলেও শিক্ষকদের কাছে তিনিই শিক্ষা কর্মকর্তা। শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার সনদের ব্যবস্থাও করে দেন তিনি। এ কারণে তাঁর কাছে অনেকটা অসহায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও।