ভারতের কেরালা রাজ্যের পাক্কালাড় শহরের মালাম্পুঝা এলাকায় দুই দিন ধরে একটি পাহাড়ের দুই পাথরের মধ্যে আটকে আছেন ২০ বছর বয়সী এক তরুণ। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে ভারতের সেনা ও নৌবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে পাহাড়টিতে আটকে আছেন ওই যুবক। সেদিন থেকে তাঁর কাছে খাওয়ার পানি পৌঁছাতে পারেনি উদ্ধারকারী বাহিনী।
এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি টি-শার্ট ও হাফপ্যান্ট পরে তরুণটি দুই পাথরের মধ্যে ছোট একটি জায়গায় বসে আছেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ বুধবার সকালে টুইট বার্তায় জানান, সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মালামপুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া যুবককে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সেনাবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও উদ্ধারকাজে যোগ দেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবু নামে ওই তরুণ গত সোমবার আরও দুজনের সঙ্গে চেরাড় পাহাড়ে চূড়ায় ওঠার পরিকল্পনা করেন। কিন্তু বাকি দুজন অর্ধেক যাওয়ার পর নেমে পড়েন।
তবে বাবু শেষ পর্যন্ত চূড়ায় ওঠেন। সেখানে পৌঁছানোর পরে পিছলে পড়েন এবং পাথরের মধ্যে আটকো যান।
কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্টে বলেন, বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পালাক্কাড় জেলা মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল সমস্ত চিকিৎসার তত্ত্বাবধান করবে।
ভারতের কেরালা রাজ্যের পাক্কালাড় শহরের মালাম্পুঝা এলাকায় দুই দিন ধরে একটি পাহাড়ের দুই পাথরের মধ্যে আটকে আছেন ২০ বছর বয়সী এক তরুণ। শেষ পর্যন্ত তাঁকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে ভারতের সেনা ও নৌবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে পাহাড়টিতে আটকে আছেন ওই যুবক। সেদিন থেকে তাঁর কাছে খাওয়ার পানি পৌঁছাতে পারেনি উদ্ধারকারী বাহিনী।
এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি টি-শার্ট ও হাফপ্যান্ট পরে তরুণটি দুই পাথরের মধ্যে ছোট একটি জায়গায় বসে আছেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ বুধবার সকালে টুইট বার্তায় জানান, সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মালামপুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া যুবককে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সেনাবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও উদ্ধারকাজে যোগ দেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবু নামে ওই তরুণ গত সোমবার আরও দুজনের সঙ্গে চেরাড় পাহাড়ে চূড়ায় ওঠার পরিকল্পনা করেন। কিন্তু বাকি দুজন অর্ধেক যাওয়ার পর নেমে পড়েন।
তবে বাবু শেষ পর্যন্ত চূড়ায় ওঠেন। সেখানে পৌঁছানোর পরে পিছলে পড়েন এবং পাথরের মধ্যে আটকো যান।
কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্টে বলেন, বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পালাক্কাড় জেলা মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল সমস্ত চিকিৎসার তত্ত্বাবধান করবে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪৩ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে