নিজস্ব ঠিকানার দলিল পেল ২৫০ পরিবার
‘শ্যাখের মাইয়ে হাসিনা ভূমিহীনের খাতারতে আজ আমাগে নাম কাটে দেছে। তাঁর দেওয়া জমি আর ঘর পাইয়ে আমরা এখন আর ঘরবাড়ি ছাড়া মানুষ না। আমাগে কইলজেডারে হাসিনা যেমন ঠান্ডা করিছে, আল্লায় যেনু তাঁর কইলজেডারে ঠান্ডা রাহে।’ মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও ঘরহীনদের জন্য আবাসন ভবন নির্মাণ প্রকল্পের জমি ও ঘরের দলিল হাত