Ajker Patrika

নিজস্ব ঠিকানার দলিল পেল ২৫০ পরিবার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫৩
নিজস্ব ঠিকানার দলিল পেল ২৫০ পরিবার

‘শ্যাখের মাইয়ে হাসিনা ভূমিহীনের খাতারতে আজ আমাগে নাম কাটে দেছে। তাঁর দেওয়া জমি আর ঘর পাইয়ে আমরা এখন আর ঘরবাড়ি ছাড়া মানুষ না। আমাগে কইলজেডারে হাসিনা যেমন ঠান্ডা করিছে, আল্লায় যেনু তাঁর কইলজেডারে ঠান্ডা রাহে।’ মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও ঘরহীনদের জন্য আবাসন ভবন নির্মাণ প্রকল্পের জমি ও ঘরের দলিল হাতে পেয়ে এমনই অনুভূতি ব্যক্ত করেছেন উপজেলার নোয়াগ্রাম আবাসন প্রকল্পের বাসিন্দা কাঞ্চন বেগম।

গত রোববার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে নড়াইল ১ আসনের সাংসদ কবিরুল হক উপজেলার ২৫০টি পরিবারকে আবাসন প্রকল্পের জমি ও ঘরের দলিল তুলে দেন। এতে করে উপজেলার ২৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার তাঁদের নিজস্ব ঠিকানাসহ দলিল পেল।

গত ৪ / ৫ মাস আগে কাঞ্চন বেগমের নামে একটি আবাসনের ঘর বরাদ্দ দেওয়ার পর তিনি সেখানে বসবাস করেছেন।

একই ভাবে উপজেলার চাপাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হয়েছেন উপজেলার গ্রামের মুলশ্রী গ্রামের হাসেম শেখের মেয়ে রেখা বেগম (৫০)। তিনিও একমাত্র সন্তান নিয়ে থাকতেন বাবার ভিটায়। প্রায় চার মাস আগে তাঁদের ঠাঁই হয়েছে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহীত চাপাইল আবাসন প্রকল্পে।

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠান হয়। ওইদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ আসনের সাংসদ বিএম কবিরুল হক। অনুষ্ঠানে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে কেউ যাতে ভূমিহীন ও গৃহহীন না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ইতি মধ্যে যারা জমি ও ঘর পাননি তাঁদের জন্যও জমি ও ঘর নির্মাণে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত