রাশেদ কামাল, কালিয়া (নড়াইল)
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রদের করোনার টিকা রেজিস্ট্রেশন ও নির্ধারিত কেন্দ্রে যেতে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
তিনি প্রায় ৪০০ ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । তবে প্রধান শিক্ষক যাতায়াত বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬ থেকে ১৪ জানুয়ারি উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজের ১৫ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে নবগঙ্গা নদীর পশ্চিম তীরের ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের ৬ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য নড়াইল নার্সিং ইনস্টিটিউটে কেন্দ্র স্থাপন করা হয়। আর নবগঙ্গা নদীর পূর্ব তীরের ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজের ১২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য উপজেলা পরিষদের হলরুমে কেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে নড়াইল নার্সিং ইনস্টিটিউট কেন্দ্র থেকে ৬ হাজার ও কালিয়া উপজেলা পরিষদ কেন্দ্র থেকে ৯ হাজার ৭২২ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।
নড়াইল নার্সিং ইনস্টিটিউট কেন্দ্রের আওতায় থাকা উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত তারিখের আগে বিদ্যালয়ের রেজিস্ট্রেশন টোকেন সংগ্রহ ও টিকাকেন্দ্রে যাতায়াতের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনপ্রতি ১০০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ৫ জানুয়ারি শিক্ষার্থীদের বিদ্যালয়ে হাজির করে টোকেন দেওয়ার সময় টাকা নেওয়া হয়েছে বলে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকের কাছ থেকে টোকেন ও যাতায়াত বাবদ ১০০ টাকা করে নিয়েছেন। প্রধান শিক্ষক স্বাস্থ্যবিধি না মেনে শিক্ষার্থীদের গাদাগাদি করে নিম্নমানের বাসে করে টিকাকেন্দ্রে নিয়ে যান।
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. রাজু খানসহ অনেকেই অভিযোগ করে বলেছেন, প্রধান শিক্ষক নানা অজুহাতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেন। শুধু তা-ই নয়, বাসে করে টিকাকেন্দ্রে নেওয়ার সময় স্বাস্থ্যবিধিও মানেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেছেন, অভিভাবকদের অনুরোধে শিক্ষার্থীদের টিকাকেন্দ্র যাতায়াতের খরচ বাবদ জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে বাস ভাড়া করে ৩৭৫ জন ছাত্র-ছাত্রীকে নড়াইল টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আবার দ্বিতীয় ডোজ নেওয়ার সময়ও তিনি বাস ভাড়া করে তাঁদের টিকাকেন্দ্রে নিয়ে যাবেন। যাতায়াত বাবদ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা যাবে কি না, সে বিষয়ে সরকারি কোনো নির্দেশনা তিনি জানেন না।
কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেছেন, বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টিতে সরকারিভাবে তিনি কোনো নির্দেশনা পাননি। তিনিও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওই ধরনের কোনো নির্দেশনা দেননি। ঘটনাটিতে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের কাছ টিকা নিতে যাতায়াত খরচের জন্য টাকা আদায়ের কোনো নিয়ম নেই। বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তিনি গত রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়া পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রদের করোনার টিকা রেজিস্ট্রেশন ও নির্ধারিত কেন্দ্রে যেতে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
তিনি প্রায় ৪০০ ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । তবে প্রধান শিক্ষক যাতায়াত বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ৬ থেকে ১৪ জানুয়ারি উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি কলেজের ১৫ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে নবগঙ্গা নদীর পশ্চিম তীরের ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের ৬ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য নড়াইল নার্সিং ইনস্টিটিউটে কেন্দ্র স্থাপন করা হয়। আর নবগঙ্গা নদীর পূর্ব তীরের ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজের ১২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য উপজেলা পরিষদের হলরুমে কেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে নড়াইল নার্সিং ইনস্টিটিউট কেন্দ্র থেকে ৬ হাজার ও কালিয়া উপজেলা পরিষদ কেন্দ্র থেকে ৯ হাজার ৭২২ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।
নড়াইল নার্সিং ইনস্টিটিউট কেন্দ্রের আওতায় থাকা উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত তারিখের আগে বিদ্যালয়ের রেজিস্ট্রেশন টোকেন সংগ্রহ ও টিকাকেন্দ্রে যাতায়াতের জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনপ্রতি ১০০ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ৫ জানুয়ারি শিক্ষার্থীদের বিদ্যালয়ে হাজির করে টোকেন দেওয়ার সময় টাকা নেওয়া হয়েছে বলে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকের কাছ থেকে টোকেন ও যাতায়াত বাবদ ১০০ টাকা করে নিয়েছেন। প্রধান শিক্ষক স্বাস্থ্যবিধি না মেনে শিক্ষার্থীদের গাদাগাদি করে নিম্নমানের বাসে করে টিকাকেন্দ্রে নিয়ে যান।
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. রাজু খানসহ অনেকেই অভিযোগ করে বলেছেন, প্রধান শিক্ষক নানা অজুহাতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেন। শুধু তা-ই নয়, বাসে করে টিকাকেন্দ্রে নেওয়ার সময় স্বাস্থ্যবিধিও মানেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেছেন, অভিভাবকদের অনুরোধে শিক্ষার্থীদের টিকাকেন্দ্র যাতায়াতের খরচ বাবদ জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে বাস ভাড়া করে ৩৭৫ জন ছাত্র-ছাত্রীকে নড়াইল টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আবার দ্বিতীয় ডোজ নেওয়ার সময়ও তিনি বাস ভাড়া করে তাঁদের টিকাকেন্দ্রে নিয়ে যাবেন। যাতায়াত বাবদ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা যাবে কি না, সে বিষয়ে সরকারি কোনো নির্দেশনা তিনি জানেন না।
কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেছেন, বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টিতে সরকারিভাবে তিনি কোনো নির্দেশনা পাননি। তিনিও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওই ধরনের কোনো নির্দেশনা দেননি। ঘটনাটিতে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের কাছ টিকা নিতে যাতায়াত খরচের জন্য টাকা আদায়ের কোনো নিয়ম নেই। বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তিনি গত রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়া পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫