হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সাত বন্দীর সাজা মওকুফ করেছে সরকার। তাঁরা গতকাল সোমবার সন্ধ্যার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাবিধির ৫৬৯ ধারা মোতাবেক সরকার তাঁদের মুক্তি দেয়। কারাগার সূত্রে জানা গেছে, সর্বনিম্ন ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিনের সাজা মওকুফ পেয়েছেন ওই সাত ব্যক্তি।