রেলওয়ে কারখানায় চুরি: গ্রেপ্তার রেল কর্মচারীর আদালতে স্বীকারোক্তি
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপে লোহার বাবরি চুরির ঘটনায় জড়িত থাকায় টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) মো. জাবেদকে (৩৫) আটক করেছে সৈয়দপুর কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ওই বাহিনীর দায়িত্বরত ইনচার্জ (হাবিলদার), রেলের কর্মচারী ও ব্যবসায়ীসহ আটজনের নামে সৈয়দপুর