ভারত গেল চাঁদে আর এখানে নর্দমায় পড়ে মরছে শিশু, পাকিস্তানি এমপির আক্ষেপ
পাকিস্তানের আইনপ্রণেতা সৈয়দ মুস্তাফা কামাল ভারতের চাঁদে অবতরণের মিশনের কথা উল্লেখ করে ভারতের অর্জন এবং করাচির অনিশ্চিত পরিস্থিতির তুলনা করেছেন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের (এমকিউএম-পি) এই নেতা বলেছেন, ভারত যখন চাঁদে অবতরণ করছে, করাচিতে তখন খোলা নর্দমায় পড়ে শিশুদের মারা যাওয়ার ঘটনা ঘটছে।