Ajker Patrika

পাকিস্তানে গুলি ফুটিয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, শিশুসহ আহত ৫৭

পাকিস্তানে গুলি ফুটিয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, শিশুসহ আহত ৫৭

স্বাধীনতা দিবসের উৎসবে ছোড়া গুলিতে পাকিস্তানের করাচিতে ৫৭ জন আহতের ঘটনা ঘটেছে। আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। করাচির বিভিন্ন প্রান্তে হতাহতের এ ঘটনা ঘটে। আজ রোববার কর্মকর্তারা হতাহতের এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ বলেন, ‘শনিবার দিবাগত রাতে শহরের প্রধান তিনটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। গুলিবিদ্ধসহ ৫৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

সুমাইয়া সৈয়দ জানান, জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট সেন্টারে ২৪ জন, রুথ ফাউ সিভিল হাসপাতালে ১৮ জন ও আব্বাসি শাহিদ হাসপাতালে ১৫ জনের চিকিৎসা চলছে। কারও কারও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। 

বাহাদুরাবাদ স্টেশন হাউস অফিসার কোরবান আলী জানান, লাইসেন্স করা পিস্তল থেকে গুলি চালানোর অভিযোগে মোহাম্মদ আলী নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের এসএসপি (তদন্ত) মোহাম্মদ ইমরান খান জানান, মোহাম্মদ আফনান নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

এসএসপি বলেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত