পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত।
পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান।
কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।
পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত।
পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান।
কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৯ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে