জিমেইলে মুছে যাওয়া ই-মেইল উদ্ধার করবেন যেভাবে
মাঝে মাঝে জিমেইলের মুছে যাওয়া ই-মেইলগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শঙ্কা জাগে, ই-মেইলগুলো পুনরুদ্ধার করা যাবে কি না। আপনি এই ই-মেইলগুলো ফিরে পেতে পারেন, যদি-না ই-মেইলগুলো মুছে ফেলার ৩০ দিন অতিবাহিত হয়। কারণ, ৩০ দিন পর ই-মেইলগুলো চিরতরে মুছে যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই ই-মেইলগুলো পুনরুদ্ধার করতে হবে