আনিকা জীনাত, ঢাকা
আমাজনের ক্লথিং স্টোরে গিয়ে পণ্যের কিউআর কোড স্ক্যান করলেন। অমনি অ্যাপে ভেসে উঠল কাপড়ের সাইজ, রং ও পণ্যটির রেটিং। বাটনে স্পর্শ করেই কাপড়টি কাউন্টারে পাঠানো যাবে। ট্রায়াল রুমে অন্য একটি কাপড় এনে পরে দেখতে চাইলে সেটাও সম্ভব। সেখানে থাকা টাচ স্ক্রিনে বাটন টিপলেই পছন্দের কাপড়টি চলে আসবে। অর্থ পরিশোধের জন্য স্ক্যান করতে হবে শুধু হাতের তালু।
এসব শুনে পুরো বিষয়টি কাল্পনিক মনে হলেও এগুলো বাস্তবে রূপ নিতে যাচ্ছে শিগগিরই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আমাজনের স্টোরে এসব প্রযুক্তির কিছু কিছু ব্যবহার করে কেনাকাটা করা যাচ্ছে।
চলুন জেনে নেওয়া যাক, কেনাকাটাকে আরও সহজ করে তোলা কয়েকটি প্রযুক্তি সম্পর্কে।
১. কেমন লাগছে আমাকে?
গাড়ি, ঘরের স্মার্ট ডিভাইস বা সফটওয়্যারকে আরও উন্নত করতে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে, তেমনি শপিং মলের জন্য জনপ্রিয় হয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি। ল্যাক্টোস নামের একটি ব্র্যান্ড এআর প্রযুক্তির অ্যাপ দিয়ে জুতা বা কাপড় ভার্চুয়ালি পরে দেখার সুযোগ দিচ্ছে। ধরুন, আপনি একটি জুতা পছন্দ করলেন। জুতাটির আর কী কী রং আছে এবং সেগুলো আপনাকে মানাবে কি না, তা জানতে অ্যাপটির ক্যামেরা চালু করতে হবে। পায়ের দিকে ফোন তাক করে সোয়াইপ করে গেলেই জুতা বদলাতে থাকবে।
২. স্ক্রিন যখন আয়না
টিম্বারল্যান্ড নামের একটি ব্র্যান্ড এনেছে ম্যাজিক মিরর। আদতে এটি স্ক্রিন। ম্যাজিক মিররে নিজেকে দেখতে চাইলে আগে তাদের অ্যাপে নিজের ছবি দিতে হবে। আপনার পরনে হয়তো আছে ফুল হাতা টি-শার্ট আর জিনসের প্যান্ট, তবে এই স্ক্রিনের সামনে গেলে সেটা হাফ প্যান্টও হয়ে যেতে পারে। কারণ, হাতের ইশারাতেই ভার্চুয়ালি নিজের পোশাক বদলে নেওয়া যাবে। জুতা বা অন্যান্য অ্যাকসেসরিজ মানাবে কি না, তা-ও দেখে নেওয়া যাবে। আপনাকে কোন পোশাকে কেমন লাগছে, সেটা জানতে বন্ধুদের কাছে ছবি পাঠিয়ে মতামতও নেওয়া যাবে।
৩. বুঝেশুনে আসবাব কেনা
ঘরে কোন আসবাবটি দেখতে ভালো লাগবে, কোন জায়গায় রাখলে চলাচলে সুবিধা হবে, কোন আকারের আসবাব ঘরের সঙ্গে মানানসই হবে ইত্যাদি জানতে এআর ফার্নিচার অ্যাপগুলো ব্যবহার করা যায়। আসবাব কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার, সেগুলো এসব অ্যাপে পাওয়া যায়। এ ছাড়াও দেয়ালে কোন রং মানাবে তা জানতে ব্যবহার করতে পারেন ডিলাক্স অ্যাপটি। এখানে কয়েক শ রং আছে। আপনার ঘরের দেয়ালে কোন রং দেখতে কেমন লাগবে, তা জানা যাবে এই অ্যাপ থেকে।
৪. হাঁটলেই দেখা যাবে পণ্যের সারি
যদি এমন হয় আপনি কোনো দোকানেই দাঁড়িয়ে নেই, তারপরও প্রতিটি কোনায় যেতে পারছেন, তবে কেমন হবে? বিষয়টি কল্পনা করে নিতে হচ্ছে বলে ভাববেন না এমনটা ভবিষ্যতে ঘটবে না। এখনই ভার্চুয়াল স্টোর থেকে কেনাকাটা করা যাচ্ছে। চীনের গ্রোসারি ওয়েবসাইট ইহাওডিয়ান ১ হাজারটি ভার্চুয়াল স্টোর রাতারাতি তৈরি করেছে। ফোনে শুধু দেখে নিতে হবে কোথায় তাদের স্টোর আছে। এরপর ফোন তাক করে হেঁটে যেতে হবে। এ স্টোর থেকে হাঁটতে হাঁটতেই কেনা যায় চিপসের প্যাকেট, লবণ, ফলসহ হাজারো পণ্য। কেনাকাটা শেষে পণ্য পৌঁছে যাবে ক্রেতার দেওয়া ঠিকানায়। মজার ব্যাপার হলো, যেখানেই তারা খালি জায়গা পেয়েছে সেখানেই স্টোর বসিয়েছে। পার্কিং লট বা খালি রাস্তায় এ স্টোর বসানোর ফলে কোম্পানিটিকে কোনো জমি কিনতে হয়নি। এই এক হাজার স্টোর যদি ইট-কাঠের ইমারত হতো তবে খরচের হিসাবটা কত হতো ভাবতে পারেন!
৫. খুঁজে পাওয়া যাবে সব
যদি আগে থেকে কোনো তালিকা না করেন, তবে বিশাল আকারের স্টোর থেকে পণ্য কেনা বেশ কঠিন। কী কিনবেন, কেন কিনবেন—তা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। এই দ্বিধা কাটাতে ইন স্টোর নেভিগেশনের জন্য একটি অ্যাপ তৈরি করেছে ‘লোস’ নামের একটি মার্কিন কোম্পানি। তাদের স্টোরে গৃহসজ্জার এত এত সামগ্রী আছে যে খুঁজে বের করাও বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সময় বাঁচাতে কোম্পানিটি একটি এআর অ্যাপ তৈরি করেছে। অ্যাপটিতে বানানো যাবে শপিং লিস্ট। পণ্যটির বিস্তারিতও জানা যাবে ওই অ্যাপে।
আমাজনের ক্লথিং স্টোরে গিয়ে পণ্যের কিউআর কোড স্ক্যান করলেন। অমনি অ্যাপে ভেসে উঠল কাপড়ের সাইজ, রং ও পণ্যটির রেটিং। বাটনে স্পর্শ করেই কাপড়টি কাউন্টারে পাঠানো যাবে। ট্রায়াল রুমে অন্য একটি কাপড় এনে পরে দেখতে চাইলে সেটাও সম্ভব। সেখানে থাকা টাচ স্ক্রিনে বাটন টিপলেই পছন্দের কাপড়টি চলে আসবে। অর্থ পরিশোধের জন্য স্ক্যান করতে হবে শুধু হাতের তালু।
এসব শুনে পুরো বিষয়টি কাল্পনিক মনে হলেও এগুলো বাস্তবে রূপ নিতে যাচ্ছে শিগগিরই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আমাজনের স্টোরে এসব প্রযুক্তির কিছু কিছু ব্যবহার করে কেনাকাটা করা যাচ্ছে।
চলুন জেনে নেওয়া যাক, কেনাকাটাকে আরও সহজ করে তোলা কয়েকটি প্রযুক্তি সম্পর্কে।
১. কেমন লাগছে আমাকে?
গাড়ি, ঘরের স্মার্ট ডিভাইস বা সফটওয়্যারকে আরও উন্নত করতে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে, তেমনি শপিং মলের জন্য জনপ্রিয় হয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি। ল্যাক্টোস নামের একটি ব্র্যান্ড এআর প্রযুক্তির অ্যাপ দিয়ে জুতা বা কাপড় ভার্চুয়ালি পরে দেখার সুযোগ দিচ্ছে। ধরুন, আপনি একটি জুতা পছন্দ করলেন। জুতাটির আর কী কী রং আছে এবং সেগুলো আপনাকে মানাবে কি না, তা জানতে অ্যাপটির ক্যামেরা চালু করতে হবে। পায়ের দিকে ফোন তাক করে সোয়াইপ করে গেলেই জুতা বদলাতে থাকবে।
২. স্ক্রিন যখন আয়না
টিম্বারল্যান্ড নামের একটি ব্র্যান্ড এনেছে ম্যাজিক মিরর। আদতে এটি স্ক্রিন। ম্যাজিক মিররে নিজেকে দেখতে চাইলে আগে তাদের অ্যাপে নিজের ছবি দিতে হবে। আপনার পরনে হয়তো আছে ফুল হাতা টি-শার্ট আর জিনসের প্যান্ট, তবে এই স্ক্রিনের সামনে গেলে সেটা হাফ প্যান্টও হয়ে যেতে পারে। কারণ, হাতের ইশারাতেই ভার্চুয়ালি নিজের পোশাক বদলে নেওয়া যাবে। জুতা বা অন্যান্য অ্যাকসেসরিজ মানাবে কি না, তা-ও দেখে নেওয়া যাবে। আপনাকে কোন পোশাকে কেমন লাগছে, সেটা জানতে বন্ধুদের কাছে ছবি পাঠিয়ে মতামতও নেওয়া যাবে।
৩. বুঝেশুনে আসবাব কেনা
ঘরে কোন আসবাবটি দেখতে ভালো লাগবে, কোন জায়গায় রাখলে চলাচলে সুবিধা হবে, কোন আকারের আসবাব ঘরের সঙ্গে মানানসই হবে ইত্যাদি জানতে এআর ফার্নিচার অ্যাপগুলো ব্যবহার করা যায়। আসবাব কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার, সেগুলো এসব অ্যাপে পাওয়া যায়। এ ছাড়াও দেয়ালে কোন রং মানাবে তা জানতে ব্যবহার করতে পারেন ডিলাক্স অ্যাপটি। এখানে কয়েক শ রং আছে। আপনার ঘরের দেয়ালে কোন রং দেখতে কেমন লাগবে, তা জানা যাবে এই অ্যাপ থেকে।
৪. হাঁটলেই দেখা যাবে পণ্যের সারি
যদি এমন হয় আপনি কোনো দোকানেই দাঁড়িয়ে নেই, তারপরও প্রতিটি কোনায় যেতে পারছেন, তবে কেমন হবে? বিষয়টি কল্পনা করে নিতে হচ্ছে বলে ভাববেন না এমনটা ভবিষ্যতে ঘটবে না। এখনই ভার্চুয়াল স্টোর থেকে কেনাকাটা করা যাচ্ছে। চীনের গ্রোসারি ওয়েবসাইট ইহাওডিয়ান ১ হাজারটি ভার্চুয়াল স্টোর রাতারাতি তৈরি করেছে। ফোনে শুধু দেখে নিতে হবে কোথায় তাদের স্টোর আছে। এরপর ফোন তাক করে হেঁটে যেতে হবে। এ স্টোর থেকে হাঁটতে হাঁটতেই কেনা যায় চিপসের প্যাকেট, লবণ, ফলসহ হাজারো পণ্য। কেনাকাটা শেষে পণ্য পৌঁছে যাবে ক্রেতার দেওয়া ঠিকানায়। মজার ব্যাপার হলো, যেখানেই তারা খালি জায়গা পেয়েছে সেখানেই স্টোর বসিয়েছে। পার্কিং লট বা খালি রাস্তায় এ স্টোর বসানোর ফলে কোম্পানিটিকে কোনো জমি কিনতে হয়নি। এই এক হাজার স্টোর যদি ইট-কাঠের ইমারত হতো তবে খরচের হিসাবটা কত হতো ভাবতে পারেন!
৫. খুঁজে পাওয়া যাবে সব
যদি আগে থেকে কোনো তালিকা না করেন, তবে বিশাল আকারের স্টোর থেকে পণ্য কেনা বেশ কঠিন। কী কিনবেন, কেন কিনবেন—তা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। এই দ্বিধা কাটাতে ইন স্টোর নেভিগেশনের জন্য একটি অ্যাপ তৈরি করেছে ‘লোস’ নামের একটি মার্কিন কোম্পানি। তাদের স্টোরে গৃহসজ্জার এত এত সামগ্রী আছে যে খুঁজে বের করাও বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সময় বাঁচাতে কোম্পানিটি একটি এআর অ্যাপ তৈরি করেছে। অ্যাপটিতে বানানো যাবে শপিং লিস্ট। পণ্যটির বিস্তারিতও জানা যাবে ওই অ্যাপে।
আগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ মিনিট আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
১ ঘণ্টা আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৫ ঘণ্টা আগে