Ajker Patrika

কেনাকাটার ধারণা বদলে দেবে নিত্যনতুন প্রযুক্তি

আনিকা জীনাত, ঢাকা
কেনাকাটার ধারণা বদলে দেবে নিত্যনতুন প্রযুক্তি

আমাজনের ক্লথিং স্টোরে গিয়ে পণ্যের কিউআর কোড স্ক্যান করলেন। অমনি অ্যাপে ভেসে উঠল কাপড়ের সাইজ, রং ও পণ্যটির রেটিং। বাটনে স্পর্শ করেই কাপড়টি কাউন্টারে পাঠানো যাবে। ট্রায়াল রুমে অন্য একটি কাপড় এনে পরে দেখতে চাইলে সেটাও সম্ভব। সেখানে থাকা টাচ স্ক্রিনে বাটন টিপলেই পছন্দের কাপড়টি চলে আসবে। অর্থ পরিশোধের জন্য স্ক্যান করতে হবে শুধু হাতের তালু। 

এসব শুনে পুরো বিষয়টি কাল্পনিক মনে হলেও এগুলো বাস্তবে রূপ নিতে যাচ্ছে শিগগিরই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আমাজনের স্টোরে এসব প্রযুক্তির কিছু কিছু ব্যবহার করে কেনাকাটা করা যাচ্ছে। 

চলুন জেনে নেওয়া যাক, কেনাকাটাকে আরও সহজ করে তোলা কয়েকটি প্রযুক্তি সম্পর্কে। 

আসবাব কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো কিছু এআর অ্যাপে পাওয়া যায়১. কেমন লাগছে আমাকে? 
গাড়ি, ঘরের স্মার্ট ডিভাইস বা সফটওয়্যারকে আরও উন্নত করতে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে, তেমনি শপিং মলের জন্য জনপ্রিয় হয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি। ল্যাক্টোস নামের একটি ব্র্যান্ড এআর প্রযুক্তির অ্যাপ দিয়ে জুতা বা কাপড় ভার্চুয়ালি পরে দেখার সুযোগ দিচ্ছে। ধরুন, আপনি একটি জুতা পছন্দ করলেন। জুতাটির আর কী কী রং আছে এবং সেগুলো আপনাকে মানাবে কি না, তা জানতে অ্যাপটির ক্যামেরা চালু করতে হবে। পায়ের দিকে ফোন তাক করে সোয়াইপ করে গেলেই জুতা বদলাতে থাকবে। 

২. স্ক্রিন যখন আয়না
টিম্বারল্যান্ড নামের একটি ব্র্যান্ড এনেছে ম্যাজিক মিরর। আদতে এটি স্ক্রিন। ম্যাজিক মিররে নিজেকে দেখতে চাইলে আগে তাদের অ্যাপে নিজের ছবি দিতে হবে। আপনার পরনে হয়তো আছে ফুল হাতা টি-শার্ট আর জিনসের প্যান্ট, তবে এই স্ক্রিনের সামনে গেলে সেটা হাফ প্যান্টও হয়ে যেতে পারে। কারণ, হাতের ইশারাতেই ভার্চুয়ালি নিজের পোশাক বদলে নেওয়া যাবে। জুতা বা অন্যান্য অ্যাকসেসরিজ মানাবে কি না, তা-ও দেখে নেওয়া যাবে। আপনাকে কোন পোশাকে কেমন লাগছে, সেটা জানতে বন্ধুদের কাছে ছবি পাঠিয়ে মতামতও নেওয়া যাবে। 

চীনের গ্রোসারি ওয়েবসাইট ইহাওডিয়ান ১ হাজারটি ভার্চুয়াল স্টোর রাতারাতি তৈরি করেছে৩. বুঝেশুনে আসবাব কেনা 
ঘরে কোন আসবাবটি দেখতে ভালো লাগবে, কোন জায়গায় রাখলে চলাচলে সুবিধা হবে, কোন আকারের আসবাব ঘরের সঙ্গে মানানসই হবে ইত্যাদি জানতে এআর ফার্নিচার অ্যাপগুলো ব্যবহার করা যায়। আসবাব কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার, সেগুলো এসব অ্যাপে পাওয়া যায়। এ ছাড়াও দেয়ালে কোন রং মানাবে তা জানতে ব্যবহার করতে পারেন ডিলাক্স অ্যাপটি। এখানে কয়েক শ রং আছে। আপনার ঘরের দেয়ালে কোন রং দেখতে কেমন লাগবে, তা জানা যাবে এই অ্যাপ থেকে। 

৪. হাঁটলেই দেখা যাবে পণ্যের সারি
যদি এমন হয় আপনি কোনো দোকানেই দাঁড়িয়ে নেই, তারপরও প্রতিটি কোনায় যেতে পারছেন, তবে কেমন হবে? বিষয়টি কল্পনা করে নিতে হচ্ছে বলে ভাববেন না এমনটা ভবিষ্যতে ঘটবে না। এখনই ভার্চুয়াল স্টোর থেকে কেনাকাটা করা যাচ্ছে। চীনের গ্রোসারি ওয়েবসাইট ইহাওডিয়ান ১ হাজারটি ভার্চুয়াল স্টোর রাতারাতি তৈরি করেছে। ফোনে শুধু দেখে নিতে হবে কোথায় তাদের স্টোর আছে। এরপর ফোন তাক করে হেঁটে যেতে হবে। এ স্টোর থেকে হাঁটতে হাঁটতেই কেনা যায় চিপসের প্যাকেট, লবণ, ফলসহ হাজারো পণ্য। কেনাকাটা শেষে পণ্য পৌঁছে যাবে ক্রেতার দেওয়া ঠিকানায়। মজার ব্যাপার হলো, যেখানেই তারা খালি জায়গা পেয়েছে সেখানেই স্টোর বসিয়েছে। পার্কিং লট বা খালি রাস্তায় এ স্টোর বসানোর ফলে কোম্পানিটিকে কোনো জমি কিনতে হয়নি। এই এক হাজার স্টোর যদি ইট-কাঠের ইমারত হতো তবে খরচের হিসাবটা কত হতো ভাবতে পারেন! 

কিছু ভার্চুয়াল স্টোর থেকে হাঁটতে হাঁটতেই কেনা যায় চিপসের প্যাকেট, লবণ, ফলসহ হাজারো পণ্য৫. খুঁজে পাওয়া যাবে সব
যদি আগে থেকে কোনো তালিকা না করেন, তবে বিশাল আকারের স্টোর থেকে পণ্য কেনা বেশ কঠিন। কী কিনবেন, কেন কিনবেন—তা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। এই দ্বিধা কাটাতে ইন স্টোর নেভিগেশনের জন্য একটি অ্যাপ তৈরি করেছে ‘লোস’ নামের একটি মার্কিন কোম্পানি। তাদের স্টোরে গৃহসজ্জার এত এত সামগ্রী আছে যে খুঁজে বের করাও বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সময় বাঁচাতে কোম্পানিটি একটি এআর অ্যাপ তৈরি করেছে। অ্যাপটিতে বানানো যাবে শপিং লিস্ট। পণ্যটির বিস্তারিতও জানা যাবে ওই অ্যাপে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত