
টিনের ঘরে গোঁজা ছিল তালপাতার এক পাখা পাখাটিতে আমার মায়ের আদর সোহাগ মাখা।

লেজ-ঝুলঝুল একটি পাখি পাখায় দিয়ে ভর শিরীষগাছের শাখায়-শাখায় তোলে তুমুল ঝড়।

চোখ পাকিয়ে গোল ছুটলে কোথায় কোন পাড়াতে কোন ছেলেটার ভূত ছাড়াতে কোন গাছে আজ চড়বে তুমি কোথায় খাবে দোল!

‘লাউয়াছড়া’ গভীর বনে শিয়াল সাজে টিচার ‘হুক্কাহুয়া’ ডাক দিলে কয় বনমোরগে, জি স্যার! বলল শিয়াল ‘হুক্কাহুয়া’ ডাকতে হবে সবাই হুক্কাহুয়ার টিচিং নেবে? আমরা আছি ছ’ভাই!