ডেস্ক রিপোর্ট
তাঁর ছদ্মনাম ‘জনৈক বঙ্গ মহিলা’। এই নামে তাঁকে অনেকে না চিনলেও ‘করিতে পারি না কাজ/সদা ভয় সদা লাজ’ তাঁর অন্তত এ কবিতাটি বাংলা ভাষার বেশির ভাগ মানুষ পড়েছেন বা শুনেছেন। জনৈক বঙ্গ মহিলা আসলে কামিনী রায়। ১৮৮৯ সালে মাত্র ১৫ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘আলো ও ছায়া’ প্রকাশিত হয়। কিন্তু তিনি কবিতা লেখা শুরু করেছিলেন ৮ বছর বয়স থেকে। যে যুগে মেয়েদের শিক্ষাও বিরল ঘটনা ছিল, সে সময়ে কামিনী রায় ছিলেন নারীবাদে বিশ্বাসী।
কলকাতার বেথুন কলেজ থেকে ১৮৮৬ সালে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন কামিনী রায়। সে বছরেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে ওই কলেজে অধ্যাপনাও করেছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও নারীকল্যাণমূলক কাজে জড়িত ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী ও বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সহসভাপতি ছিলেন।
১৮৬৪ সালের ১২ অক্টোবর জন্মেছিলেন কামিনী রায়। তাঁর কবিতা পড়ে মুগ্ধ হয়ে সিভিলিয়ান কেদারনাথ রায় তাঁকে বিয়ে করেন। কিন্তু অল্প বয়সে কেদারনাথ রায়ের মৃত্যু কামিনী রায়ের ব্যক্তিজীবনে ব্যাপক প্রভাব ফেলে। সে দুঃখবোধ প্রকাশ পায় তাঁর কবিতায়। তিনি মারা যান ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর।
তাঁর ছদ্মনাম ‘জনৈক বঙ্গ মহিলা’। এই নামে তাঁকে অনেকে না চিনলেও ‘করিতে পারি না কাজ/সদা ভয় সদা লাজ’ তাঁর অন্তত এ কবিতাটি বাংলা ভাষার বেশির ভাগ মানুষ পড়েছেন বা শুনেছেন। জনৈক বঙ্গ মহিলা আসলে কামিনী রায়। ১৮৮৯ সালে মাত্র ১৫ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘আলো ও ছায়া’ প্রকাশিত হয়। কিন্তু তিনি কবিতা লেখা শুরু করেছিলেন ৮ বছর বয়স থেকে। যে যুগে মেয়েদের শিক্ষাও বিরল ঘটনা ছিল, সে সময়ে কামিনী রায় ছিলেন নারীবাদে বিশ্বাসী।
কলকাতার বেথুন কলেজ থেকে ১৮৮৬ সালে ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন কামিনী রায়। সে বছরেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে ওই কলেজে অধ্যাপনাও করেছিলেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও নারীকল্যাণমূলক কাজে জড়িত ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী ও বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সহসভাপতি ছিলেন।
১৮৬৪ সালের ১২ অক্টোবর জন্মেছিলেন কামিনী রায়। তাঁর কবিতা পড়ে মুগ্ধ হয়ে সিভিলিয়ান কেদারনাথ রায় তাঁকে বিয়ে করেন। কিন্তু অল্প বয়সে কেদারনাথ রায়ের মৃত্যু কামিনী রায়ের ব্যক্তিজীবনে ব্যাপক প্রভাব ফেলে। সে দুঃখবোধ প্রকাশ পায় তাঁর কবিতায়। তিনি মারা যান ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর।
গত বছর আমার বিয়ে হয় ছেলের ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের কয়েক দিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। আর কখনো খোঁজখবর নেয়নি। তখন আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু তখন আমার স্বামীর বয়স কম ছিল। তার বিরুদ্ধে আমি মামলা করতে চাইলে কাজি সাহেব আমাদের বিয়ের কাবিলনামা অস্বীকার করেন। তখন আমি আদালতে নারী ও শিশু নির্যাতন আই
৬ দিন আগেগ্রহ-নক্ষত্র আর মহাবিশ্বের মতিগতি বোঝার জন্য রাজপরিবারে একজন জ্যোতির্বিদ থাকবেন না, তা কি হয়? সে কারণে প্রায় ৩৫০ বছর আগে, ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস ব্রিটিশ রাজপরিবারে একজন জ্যোতির্বিজ্ঞানীকে নিয়োগ দেন। এই মর্যাদাপূর্ণ পদকে বলা হয় ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’।
৬ দিন আগেচাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ জান্নাতুল মাওয়া। তাঁকে অনেকে চেনে অনলাইনে চাঁদপুরের ইলিশ ও নদীর সুস্বাদু তাজা মাছ বিক্রির জন্য। এখন তিনি ‘ইলিশ রানি’ নামে বেশ পরিচিত। জীবন তাঁকে টেনে এনেছে এখানে।
৬ দিন আগেচলতি বছরের জুলাই মাসে ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, তাদের মধ্যে ৮৬ জন কন্যা ও ১৪৯ জন নারী। মহিলা পরিষদের দেওয়া মাসিক প্রতিবেদনের তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু সহিংসতা...
৬ দিন আগে