মাসুম আওয়াল
চোখ পাকিয়ে গোল
ছুটলে কোথায় কোন পাড়াতে
কোন ছেলেটার ভূত ছাড়াতে
কোন গাছে আজ চড়বে তুমি
কোথায় খাবে দোল!
ওই যে দূরে পুকুর পাড়ে
বট ও পাকুড় মাথা নাড়ে
বটের ঝুড়ি ঝুলে আছে
ছুঁয়ে মাটির কোল,
দস্যি ছেলে হাসছ কেন
পড়ছে গালে টোল।
বটের ঝুড়ি ভূতের দাড়ি
কী বলো ধ্যাৎ বাড়াবাড়ি
নিঝুম দুপর বাতাস নাচে
শন শনা শন শন,
কী হে খোকা ভয় পেয়েছ
করছে কেমন মন!
ঠক ঠকা ঠক কাঁপছে পা’টা
গায়ে বুঝি দিচ্ছে কাঁটা
ভূতের সাথে ইয়ার্কিটা
জমল না তো বেশ,
একা একা ঘুরতে এসে
সাহস হলো শেষ!
কালো রঙের কুতকুতে ভূত
দেখতে পেয়েই প্রাণটা ফুড়ুৎ
বুক করে ধরফড়,
কালো কাপড় সরিয়ে হাসে
বন্ধু নেকাব্বর।
বট পাকুড়ের নিচে এখন
ছমছমে ভাব নেই,
ইচ্ছে করে যাই ফিরে যাই
ছেলেবেলাতেই।
চোখ পাকিয়ে গোল
ছুটলে কোথায় কোন পাড়াতে
কোন ছেলেটার ভূত ছাড়াতে
কোন গাছে আজ চড়বে তুমি
কোথায় খাবে দোল!
ওই যে দূরে পুকুর পাড়ে
বট ও পাকুড় মাথা নাড়ে
বটের ঝুড়ি ঝুলে আছে
ছুঁয়ে মাটির কোল,
দস্যি ছেলে হাসছ কেন
পড়ছে গালে টোল।
বটের ঝুড়ি ভূতের দাড়ি
কী বলো ধ্যাৎ বাড়াবাড়ি
নিঝুম দুপর বাতাস নাচে
শন শনা শন শন,
কী হে খোকা ভয় পেয়েছ
করছে কেমন মন!
ঠক ঠকা ঠক কাঁপছে পা’টা
গায়ে বুঝি দিচ্ছে কাঁটা
ভূতের সাথে ইয়ার্কিটা
জমল না তো বেশ,
একা একা ঘুরতে এসে
সাহস হলো শেষ!
কালো রঙের কুতকুতে ভূত
দেখতে পেয়েই প্রাণটা ফুড়ুৎ
বুক করে ধরফড়,
কালো কাপড় সরিয়ে হাসে
বন্ধু নেকাব্বর।
বট পাকুড়ের নিচে এখন
ছমছমে ভাব নেই,
ইচ্ছে করে যাই ফিরে যাই
ছেলেবেলাতেই।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হলো বিশেষ সংকলন গ্রন্থ ‘গাহি সাম্যের গান’। আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে হয়ে গেল গ্রন্থটির প্রকাশনা উৎসব।
৫ দিন আগেগতবছরের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা নানা জায়গা থেকে একাত্মতা প্রকাশ করেছিলেন, কেউ সরাসরি আন্দোলনে যোগ দিতে দেশে এসেছিলেন, কেউ বা বিদেশ থেকেই আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। প্রবাসীদের এমন ভূমিকা
১৬ দিন আগেচোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
২৪ দিন আগেবাংলা সাহিত্যের শক্তিমান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে সম্মান জানাতে গুলশানে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২৬ আগস্ট ২০২৫