ন্যাশনাল জিওগ্রাফিকসহ বন্ধ হয়ে গেল যেসব চ্যানেল
র্যাপলার ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল সহ স্টার মুভিজ, স্টার ওয়ার্ল্ড, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড, স্টার চাইনিজ মুভিজ, স্টার চাইনিজ চ্যানেল, বেবি টিভির সম্প্রচার ওয়াল্ট ডিজনি বন্ধ করেছে বলে জানিয়েছে মাই স্কাই ওয়েবসাইট।