Ajker Patrika

ন্যাশনাল জিওগ্রাফিকসহ বন্ধ হয়ে গেল যেসব চ্যানেল

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৫: ২৭
ন্যাশনাল জিওগ্রাফিকসহ বন্ধ হয়ে গেল যেসব চ্যানেল

দক্ষিণ-পূর্ব এশিয়ার দর্শকেরা আর টেলিভিশনে তাঁদের প্রিয় ডিজনি চ্যানেলগুলো দেখতে পাবেন না। গত ১ অক্টোবর ওয়াল্ট ডিজনি কোম্পানি দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। টিভিতে আর তাই দর্শকেরা দেখতে পাবেন না বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল।

র‍্যাপলার ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলসহ স্টার মুভিজ, স্টার ওয়ার্ল্ড, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড, স্টার চাইনিজ মুভিজ, স্টার চাইনিজ চ্যানেল, বেবি টিভির সম্প্রচার ওয়াল্ট ডিজনি বন্ধ করেছে বলে জানিয়েছে মাই স্কাই ওয়েবসাইট।

চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের ঘোষণা প্রথম দেওয়া হয়েছিল ২০২৩ সালের জুনে। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, ২০২০ এবং ২০২১ সালেও কয়েকটি ঘটনায় অনুমান করা হয়েছিল যে এমনটি ঘটতে যাচ্ছে। ২০২০ সালে তাইওয়ানে ডিজনি বন্ধ করে দেয় তাদের স্পোর্টস চ্যানেল। ২০২১ সালের সেপ্টেম্বরে ডিজনি বন্ধ করে দেয় ফক্স, ফক্স ক্রাইম, ফক্স লাইফ, এফএক্স এবং চ্যানেল ভিসহ কয়েকটি মুভি চ্যানেল।

দর্শকেরা অবশ্য  এখনো ডিজি প্লাস বা ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রাইব করে চ্যানেলগুলো দেখতে পারবেন। চীন ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে এই সুবিধা চালু রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওয়াল্ট ডিজনির চ্যানেলের সম্প্রচার বন্ধডিজনি ২০১৯ সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলকে কিনে নেয় ওয়াল্ট ডিজনি। এর পর থেকেই কর্মী ছাঁটাইসহ খরচ কমানোর বেশ কিছু ব্যবস্থা করা হয়। এর ফলে প্রায় শতাব্দী-দীর্ঘ উত্তরাধিকারের ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনও বন্ধ হয়ে যায় ২০২৩ সালের ২৮ জুন।

ডিজনির সাবস্ক্রাইবার সংখ্যা কমে যাওয়া, ডিজনির থিম পার্ক নির্মাণ বন্ধ হওয়ার সঙ্গে যোগ হয়েছিল পড়ার অভ্যাসের ধরন পাল্টে যাওয়া। প্রিন্ট মিডিয়ার চ্যালেঞ্জগুলোকেই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। আর এবার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আধিপত্যেই হয়তো একটি বড় অঞ্চলে শেষ হয়ে গেল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের যাত্রা; যাকে একটি যুগের সমাপ্তি বললে হয়তো অত্যুক্তি হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত