অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না। এটা জানার কিছু উপায় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাউ এক প্রতিবেদনে তুলে ধরেছে।
সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখা যাবে না
কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এ তথ্য লুকিয়ে রাখবে।
নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না
কেউ ব্লক করলে তাদের নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না। ফিচারটি হোয়াটসঅ্যাপে প্রাইভেসির নিরাপত্তা দিতে যুক্ত করা হয়েছে।
মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ।
কল ঢুকবে না
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।
যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে ওপরের একাধিক বিষয় চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ এ লক্ষণগুলো পুরোপুরি প্রমাণ করে না, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।
উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।
অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না। এটা জানার কিছু উপায় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাউ এক প্রতিবেদনে তুলে ধরেছে।
সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখা যাবে না
কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এ তথ্য লুকিয়ে রাখবে।
নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না
কেউ ব্লক করলে তাদের নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না। ফিচারটি হোয়াটসঅ্যাপে প্রাইভেসির নিরাপত্তা দিতে যুক্ত করা হয়েছে।
মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ।
কল ঢুকবে না
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।
যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে ওপরের একাধিক বিষয় চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ এ লক্ষণগুলো পুরোপুরি প্রমাণ করে না, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।
উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে