বিশ্ব চলবে আমাদের আইনে, ইসরায়েল প্রথম টার্গেট: হামাস কমান্ডার জাহার
ইসরায়েল-গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই সামনে এসেছে হামাস কমান্ডার মাহমুদ আল-জাহারের গত বছরের এক ভিডিও বার্তা, যেখানে তিনি বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের ব্যাপারে তাঁর গোষ্ঠীর উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। ইসরাইলকে প্রথম টার্গেট হিসেবে বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘পুরো বিশ্ব আমাদের আইনের অধীনে থাকবে।’