যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ঢাকায় এসেছেন। আসার পরপরই বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে হোক চায় বলে জানানো হয়েছে।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি অব ঢাকার এক্স (সাবেক টুইটার) পোস্টে এই তথ্য জানানো হয়। এর আগে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে তিনি আজ দুপুর ১২টার ঢাকা পৌঁছান। ১৮ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করতে পেরে আনন্দ প্রকাশ করে ওই টুইট পোস্টে বলা হয়, ‘আমরা দুই দেশের মধ্যে বহুমুখী বিষয় নিয়ে আলোচনা করেছি। এসবের মধ্যে রয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা, মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা সংকট, সম্প্রতি স্বাধীন ও নির্দলীয় নির্বাচন পর্যবেক্ষকদের সফর এবং সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে সরকারের প্রচেষ্টা।’
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আফরিনের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য চলতি বছর নতুন ভিসা নীতি ঘোষণা করেছে এবং সম্প্রতি এর প্রয়োগও শুরু করেছে। আশা করা হচ্ছে, এবারের ঢাকা সফরের পর আফরিন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার বিষয়ে ওয়াশিংটনের বার্তা ঢাকাকে পৌঁছে দেবেন।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন।
গত বছরের মে মাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ঢাকায় এসেছেন। আসার পরপরই বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে হোক চায় বলে জানানো হয়েছে।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি অব ঢাকার এক্স (সাবেক টুইটার) পোস্টে এই তথ্য জানানো হয়। এর আগে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে তিনি আজ দুপুর ১২টার ঢাকা পৌঁছান। ১৮ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠক করতে পেরে আনন্দ প্রকাশ করে ওই টুইট পোস্টে বলা হয়, ‘আমরা দুই দেশের মধ্যে বহুমুখী বিষয় নিয়ে আলোচনা করেছি। এসবের মধ্যে রয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা, মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা সংকট, সম্প্রতি স্বাধীন ও নির্দলীয় নির্বাচন পর্যবেক্ষকদের সফর এবং সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে সরকারের প্রচেষ্টা।’
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আফরিনের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য চলতি বছর নতুন ভিসা নীতি ঘোষণা করেছে এবং সম্প্রতি এর প্রয়োগও শুরু করেছে। আশা করা হচ্ছে, এবারের ঢাকা সফরের পর আফরিন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার বিষয়ে ওয়াশিংটনের বার্তা ঢাকাকে পৌঁছে দেবেন।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন।
গত বছরের মে মাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৫ জন বিচারপতি শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পড়ান।
৮ মিনিট আগেকারারক্ষীরাও এখন থেকে অবসরের পর আজীবন রেশন সুবিধা পাবেন। আজ মঙ্গলবার ঢাকার বকশিবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান।
২২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছে কনস্যুলেট। স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলন চলবে ৪ দিন। মহাপরিচালক পর্যায়ের ৫৬ তম সীমান্ত সম্মেলনের বৈঠক আজ মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন
১ ঘণ্টা আগে