মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে মুইজ্জুর চীনপন্থী দলের বড় জয়
সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের পার্লামেন্টে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে। পিএনসি ঘোষিত ৮৬ টির মধ্যে ৬৬টি আসন নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদনে এক সপ্তাহ সময় লাগবে