ইন্দোনেশিয়ায় ‘নীল আগুন’-এর আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় গর্তে পরে ৩১ বছর বয়সী এক চীনা নারী মারা গেছেন। নিউইয়র্ক পোস্টের মতে, হুয়াং লিহং নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে গত শনিবার ঘুরতে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, সূর্যোদয় দেখার জন্য তাঁরা আগ্নেয়গিরির কাছে চলে গিয়েছিলেন। ৭৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন ওই নারী। এই মৃত্যুকে তাঁরা দুর্ঘটনা হিসেবে নিয়েছেন।
যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তাঁরা সেখানে গিয়েছিলেন, সেই কোম্পানি ট্যুর গিল্ড বলেছে, লিহং স্ন্যাপ করার সময় বারবার গর্তের কিনারে যাচ্ছিলেন, তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল, তবু তিনি কিনারায় যান। এরপর ফিরে আসার সময় তাঁর পোশাকে পা লেগে ছিটকে গর্তে পড়ে যান।
উল্লেখ্য, ইজেন আগ্নেয়গিরি সালফিউরিক গ্যাসের দহন থেকে নির্গত নীল আলোর কারণে সৃষ্ট ‘নীল আগুন’-এর জন্য পরিচিত।
দ্য ইনডিপেনডেন্টের মতে, ২০১৮ সালে আগ্নেয়গিরিটি বিষাক্ত গ্যাস নির্গত শুরু করার পর আশপাশের অনেক লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছিল এবং কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাউন্ট ইজেন নিয়মিতভাবে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
ইন্দোনেশিয়ায় ‘নীল আগুন’-এর আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় গর্তে পরে ৩১ বছর বয়সী এক চীনা নারী মারা গেছেন। নিউইয়র্ক পোস্টের মতে, হুয়াং লিহং নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে গত শনিবার ঘুরতে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, সূর্যোদয় দেখার জন্য তাঁরা আগ্নেয়গিরির কাছে চলে গিয়েছিলেন। ৭৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন ওই নারী। এই মৃত্যুকে তাঁরা দুর্ঘটনা হিসেবে নিয়েছেন।
যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তাঁরা সেখানে গিয়েছিলেন, সেই কোম্পানি ট্যুর গিল্ড বলেছে, লিহং স্ন্যাপ করার সময় বারবার গর্তের কিনারে যাচ্ছিলেন, তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল, তবু তিনি কিনারায় যান। এরপর ফিরে আসার সময় তাঁর পোশাকে পা লেগে ছিটকে গর্তে পড়ে যান।
উল্লেখ্য, ইজেন আগ্নেয়গিরি সালফিউরিক গ্যাসের দহন থেকে নির্গত নীল আলোর কারণে সৃষ্ট ‘নীল আগুন’-এর জন্য পরিচিত।
দ্য ইনডিপেনডেন্টের মতে, ২০১৮ সালে আগ্নেয়গিরিটি বিষাক্ত গ্যাস নির্গত শুরু করার পর আশপাশের অনেক লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছিল এবং কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাউন্ট ইজেন নিয়মিতভাবে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১২ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩৩ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে