Ajker Patrika

ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে চীনা নারীর মৃত্যু 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১: ১৭
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে চীনা নারীর মৃত্যু 

ইন্দোনেশিয়ায় ‘নীল আগুন’-এর আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় গর্তে পরে ৩১ বছর বয়সী এক চীনা নারী মারা গেছেন। নিউইয়র্ক পোস্টের মতে, হুয়াং লিহং নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে গত শনিবার ঘুরতে গিয়েছিলেন। 

পুলিশ জানিয়েছে, সূর্যোদয় দেখার জন্য তাঁরা আগ্নেয়গিরির কাছে চলে গিয়েছিলেন। ৭৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন ওই নারী। এই মৃত্যুকে তাঁরা দুর্ঘটনা হিসেবে নিয়েছেন। 

যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তাঁরা সেখানে গিয়েছিলেন, সেই কোম্পানি ট্যুর গিল্ড বলেছে, লিহং স্ন্যাপ করার সময় বারবার গর্তের কিনারে যাচ্ছিলেন, তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল, তবু তিনি কিনারায় যান। এরপর ফিরে আসার সময় তাঁর পোশাকে পা লেগে ছিটকে গর্তে পড়ে যান। 

উল্লেখ্য, ইজেন আগ্নেয়গিরি সালফিউরিক গ্যাসের দহন থেকে নির্গত নীল আলোর কারণে সৃষ্ট ‘নীল আগুন’-এর জন্য পরিচিত। 

দ্য ইনডিপেনডেন্টের মতে, ২০১৮ সালে আগ্নেয়গিরিটি বিষাক্ত গ্যাস নির্গত শুরু করার পর আশপাশের অনেক লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছিল এবং কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাউন্ট ইজেন নিয়মিতভাবে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। 

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত