মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে। গতকাল রোববার দ্বীপ রাষ্ট্রটির নির্বাচনে ভোটারেরা ভারতবিরোধী নীতির প্রতিই সমর্থন জানিয়েছেন। ফলাফলে আঞ্চলিক পরাশক্তি ভারত ও মালদ্বীপের মধ্যকার আরও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। ভোটের মাঠেই স্পষ্ট হয়ে উঠেছিল দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যকার বৈরিতার ছাপ।
মালদ্বীপের নির্বাচন কমিশনের সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের পার্লামেন্টে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে। পিএনসি ঘোষিত ৮৬টির মধ্যে ৬৬টি আসন নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদনে এক সপ্তাহ সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।
আগামী মে মাসের শুরু থেকে নতুন সংসদ কার্যকর হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মিহারু জানিয়েছে, এই নির্বাচনে অংশ নেওয়া ৪১ নারী প্রার্থীর মধ্যে মাত্র তিনজন জিতেছেন এবং তাঁরা মুইজ্জুর পিএনসির সদস্য।
সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ডে হাজারো আবাসন ইউনিট নির্মাণসহ চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া জন্য এই ভোটকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তার মিত্রদের আসন ছিল মাত্র আটটি। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সংখ্যাগরিষ্ঠতার অভাব মুইজ্জুকে বেকায়দায় ফেলে দেয়। এতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়তে হয় তাঁকে।
মাত্র কয়েক ডজন আসন নিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। অথচ আগের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ছিল দলটি।
গত রোববার প্রথম ভোট দেওয়া কয়েকজনের মধ্যে একজন ছিলেন মুইজ্জু। তিনি সাংবাদিকদের বলেন, ‘সকল নাগরিকের উচিত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের প্রক্সি হিসেবে ৪৫ বছর বয়সী মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। আদালত দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড বাতিল করার পর চলতি সপ্তাহে মুক্তি পান আবদুল্লাহ ইয়ামিন।
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে। গতকাল রোববার দ্বীপ রাষ্ট্রটির নির্বাচনে ভোটারেরা ভারতবিরোধী নীতির প্রতিই সমর্থন জানিয়েছেন। ফলাফলে আঞ্চলিক পরাশক্তি ভারত ও মালদ্বীপের মধ্যকার আরও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। ভোটের মাঠেই স্পষ্ট হয়ে উঠেছিল দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যকার বৈরিতার ছাপ।
মালদ্বীপের নির্বাচন কমিশনের সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের পার্লামেন্টে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে। পিএনসি ঘোষিত ৮৬টির মধ্যে ৬৬টি আসন নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদনে এক সপ্তাহ সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।
আগামী মে মাসের শুরু থেকে নতুন সংসদ কার্যকর হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মিহারু জানিয়েছে, এই নির্বাচনে অংশ নেওয়া ৪১ নারী প্রার্থীর মধ্যে মাত্র তিনজন জিতেছেন এবং তাঁরা মুইজ্জুর পিএনসির সদস্য।
সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ডে হাজারো আবাসন ইউনিট নির্মাণসহ চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া জন্য এই ভোটকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হয়েছিল। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তার মিত্রদের আসন ছিল মাত্র আটটি। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর সংখ্যাগরিষ্ঠতার অভাব মুইজ্জুকে বেকায়দায় ফেলে দেয়। এতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়তে হয় তাঁকে।
মাত্র কয়েক ডজন আসন নিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। অথচ আগের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ছিল দলটি।
গত রোববার প্রথম ভোট দেওয়া কয়েকজনের মধ্যে একজন ছিলেন মুইজ্জু। তিনি সাংবাদিকদের বলেন, ‘সকল নাগরিকের উচিত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের প্রক্সি হিসেবে ৪৫ বছর বয়সী মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। আদালত দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড বাতিল করার পর চলতি সপ্তাহে মুক্তি পান আবদুল্লাহ ইয়ামিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে