তাঁদের সবকিছুতেই মিল
এক সঙ্গে জন্ম, দেখতেও হবে একই রকম। যমজ শিশুদের নিয়ে সাধারণের চিন্তা এমনই। কিন্তু এর চেয়েও বেশি মিল রয়েছে—এমন যমজ বোনের সন্ধান মিলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। দুই বোনের শিক্ষাজীবন, পরীক্ষার ফল, শখ ও স্বপ্নসহ প্রায় সবকিছুতেই মিল আছে।