উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে দিয়ে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের সঙ্গে তাড়াশের গুলনাহার পারভীন মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুজন। সম্প্রতি স্বামীর চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় মিনুর ওপর নির্যাতন বেড়ে যায়।
নির্যাতনের একপর্যায়ে গত ১৫ ডিসেম্বর মিনুকে খাসসাতবাড়িয়া গ্রামে নিয়ে গিয়ে তাঁর চুল ও ভ্রু কেটে দেয় সুজন। নির্যাতনের সময় হাত-পা ধরে অনুনয়-বিনয় ও কান্নাকাটি করেও রক্ষা পাননি মিনু। খবর পেয়ে মিনুর পরিবার মুমূর্ষু অবস্থায় মিনুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।
র্যাব সূত্র জানান, গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
উপ-অধিনায়ক মুশফিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে দিয়ে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের সঙ্গে তাড়াশের গুলনাহার পারভীন মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুজন। সম্প্রতি স্বামীর চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় মিনুর ওপর নির্যাতন বেড়ে যায়।
নির্যাতনের একপর্যায়ে গত ১৫ ডিসেম্বর মিনুকে খাসসাতবাড়িয়া গ্রামে নিয়ে গিয়ে তাঁর চুল ও ভ্রু কেটে দেয় সুজন। নির্যাতনের সময় হাত-পা ধরে অনুনয়-বিনয় ও কান্নাকাটি করেও রক্ষা পাননি মিনু। খবর পেয়ে মিনুর পরিবার মুমূর্ষু অবস্থায় মিনুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।
র্যাব সূত্র জানান, গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
উপ-অধিনায়ক মুশফিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫