Ajker Patrika

তাঁদের সবকিছুতেই মিল

হোসাইন ময়নুল, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৮
তাঁদের  সবকিছুতেই মিল

এক সঙ্গে জন্ম, দেখতেও হবে একই রকম। যমজ শিশুদের নিয়ে সাধারণের চিন্তা এমনই। কিন্তু এর চেয়েও বেশি মিল রয়েছে—এমন যমজ বোনের সন্ধান মিলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। দুই বোনের শিক্ষাজীবন, পরীক্ষার ফল, শখ ও স্বপ্নসহ প্রায় সবকিছুতেই মিল আছে। ১৯ বছর বয়সী যমজ দুই বোন অবনী হক অর্পা ও অতুন হক অর্থি সম্প্রতি একই সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাতেও।

উল্লাপাড়ার চকবরু গ্রামে বেড়ে ওঠেন অবনী হক অর্পা ও অতুন হক অর্থি। স্কুলশিক্ষক এস এম আমিনুল হক স্বপন ও পরিবার কল্যাণ পরিদর্শিকা লাভলী খাতুন দম্পতির যমজ সন্তান তাঁরা।

অর্পা ও অর্থি আজকের পত্রিকাকে জানান, ঢাবির ভর্তি পরীক্ষায় দুজনেই সমান ৫৩ নম্বর পেয়ে পাস করেছেন। দুজনের মেধা স্কোর এসেছে ৭২.৮৮। আর মেধাক্রম ১৬৩৬ ও ১৬৩৭। এমনকি ২০১২ সালে দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিই­­­সি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই জিপিএ-৫ অর্জন করেন। ২০১৫ সালের জেএসসি পরীক্ষাতেও দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুজনে জিপিএ-৫ পান। ২০১৮ সালে সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪.৯৪ পেয়ে উত্তীর্ণ হন তাঁরা। ২০২০ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

অবনী হক অর্পা বলেন, ‘আমাদের মধ্যে মাত্র দেড় মিনিটের বয়সের ব্যবধান রয়েছে। দুজনের মধ্যে কখনো ঝগড়াও হয়নি। ছোট থাকতে একজনের অসুখ হলে অন্য জনেরও অসুখ হতো। তবে বড় হওয়ার পর আর একসঙ্গে অসুখ হয় না। অমিল বলতে এতটুকুই।’

দুই বোন জানান, অবসরে গল্পের বই আর ভ্রমণ করতে পছন্দ করেন তাঁরা। দুজনেরই প্রিয় খাবার আইসক্রিম, চাইনিজ ও বিরিয়ানি। অতুন হক অর্থি বলেন, ‘আমরা দুই বোনই ঢাবিতে ভাষা বিজ্ঞান বিষয়ে চান্স পেয়েছি। এখানেই ভর্তি হয়ে যাব। একসঙ্গে পড়ব। আমাদের ইচ্ছা, বিসিএস ফরেন ক্যাডার হওয়ার।’

অর্পা ও অর্থির বাবা দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিনুল হক স্বপন বলেন, ‘ওরা সবক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রাখছে, এটাই আমার কাছে বড় পাওয়া।’

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, ‘যমজ দুই বোনের বাবা আমিনুল একজন মুক্তিযোদ্ধা। তাঁর মেয়েরাও মেধাবী। এই পরিবারের সফলতা কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত