Ajker Patrika

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৪, আহত ১৫ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৩
সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৪, আহত ১৫ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে খাদে পড়ে গিয়ে চারজন নিহত হয়েছেন। এতে প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গায় গোজা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি বলেন, আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। 

উল্লাপাড়াউল্লাপাড়ার বাস উল্টে খাদে পড়ার পর স্থানীয়দের ভিড়তবে এ পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায় বলে জানান তিনি। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। 

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত