আরেক পৃথিবীর সন্ধান দেবে প্রযুক্তি
বিদায় নেওয়া ২০২৩ সাল প্রযুক্তিবিশ্বকে বেশ কিছু সাড়াজাগানো প্রযুক্তি উপহার দিয়েছে। নতুন প্রযুক্তির কল্যাণে গত বছর যতটা রঙিন ছিল, প্রযুক্তিবিদদের মতে, এ বছর সেই ধারায় যুক্ত হবে আরও অনেক নতুন প্রযুক্তি ও উদ্ভাবন। সেগুলো বর্তমান জীবনযাপন তো বটেই, ভবিষ্যৎকেও দেবে নতুন পৃথিবীর সন্ধান।