Ajker Patrika

চলন্ত ট্রেনে জন্ম, রেলমন্ত্রীর উপহার পেল নবজাতক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৮: ০৯
চলন্ত ট্রেনে জন্ম, রেলমন্ত্রীর উপহার পেল নবজাতক

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতকটিকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম উপহারসামগ্রী দিয়েছেন। শিশুটির মা স্বর্ণা আক্তার ও বাবা ইয়াসিত আরাফাতকেও উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে তাঁদের নতুন পোশাক দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপকের কক্ষে নবজাতকের মা স্বর্ণা আক্তার ও স্বর্ণার ভাই ইসতিয়াক আহমেদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের বগিতে সন্তান প্রসবের খবরটি রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নজরে এসেছে। এরপর এই শিশু ও তার মা-বাবাকে উপহারসামগ্রী দিতে তিনি টাকা পাঠিয়েছেন। সেই টাকায় উপহারসামগ্রী কিনে দেওয়া হলো।

স্বর্ণা আক্তারের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামে। তাঁর স্বামী ইয়াসিন আরাফাত সৌদিপ্রবাসী। সন্তান প্রসবের জন্য গতকাল সোমবার সকালে ঝিনাইদহ থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করে স্বর্ণাকে রাজশাহী আনা হচ্ছিল। তাঁরা ছিলেন ‘ঙ’ বগিতে। পোড়াদহ স্টেশন পার হওয়ার পর স্বর্ণার প্রসববেদনা শুরু হয়। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক থাকলে সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনে এগিয়ে আসেন সহযাত্রী শিশু বিশেষজ্ঞ ডা. নাজনীন আক্তার। 

যাত্রীরা তাঁদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। কাপড় দিয়ে ঘিরে ধরে বগির ভেতরেই ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। 

ট্রেনটি দুপুরে রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। এরপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে নবজাতকসহ মাকে একটি ক্লিনিকে পাঠানো হয়। পরদিন রেলমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের উপহারসামগ্রী দেওয়া হলো। এরপর দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বর্ণা ট্রেনে চড়েই তাঁর সন্তান নিয়ে বাড়ি ফেরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত