অলকানন্দা রায়, ঢাকা
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—তোমার
মনের মন্দিরে।
—রবীন্দ্রনাথ ঠাকুর
শিমুল, পলাশ, অশোকের রঙে ছাওয়া মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি এখন আর শোকের মাস নেই। আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার মাধ্যমে মাসটি এখন বিশ্বময় পরিচিত। ফলে ফেব্রুয়ারি এখন উদ্যাপনের মাস। আর ভালোবাসা দিবস রয়েছে এ মাসেই। এর প্রথম দুই সপ্তাহ পুরো পৃথিবীর মানুষ ভালোবাসায় মাখামাখি হয়ে একে অন্যের নাম লেখে মনের মন্দিরে। যেন প্রেমের দেবী আফ্রোদিতি উড়ে উড়ে প্রেমের তির ছুড়ে মারেন সবার মনে। সবাই তাই মেতে ওঠে আনন্দ আয়োজনে। এই আয়োজনের ডালায় ঠাঁই নেয় উপহার। ছোট্ট একটি উপহারই পারে প্রিয় মানুষের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিতে। নানা প্রযুক্তির পসরা থেকে বেছে নেওয়া যেতে পারে উপহার।
ঘড়ি
ঘড়ি অপছন্দ করার মানুষের সংখ্যা বেশ কম পৃথিবীতে। তারুণ্য এখন মেতেছে স্মার্ট ঘড়িতে। ভালোবাসা দিবসে প্রিয়জনকে দেওয়া যেতে পারে প্রয়োজনীয় ফিচারসমৃদ্ধ স্মার্ট ঘড়ি। এগুলো দেখতে যেমন স্টাইলিশ, তেমনি নানা কাজেরও। এককথায়, স্মার্ট ওয়াচকে বলা যেতে পারে হাতে পরার ছোট্ট কম্পিউটার। টাচস্ক্রিন ইন্টারফেস থাকার কারণে এ ঘড়ি থেকে কল করা, মেসেজ দেখা, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখা ইত্যাদি তো করা যায়ই, খোঁজ রাখা যায় স্বাস্থ্যেরও। হৃৎস্পন্দন, রক্তচাপ, অক্সিজেনের স্তর, ঘুমের পরিমাণ, হাঁটা, সাইক্লিং ইত্যাদি করার মতো কাজও করা যায় এর মাধ্যমে। বাজারে স্মার্ট ওয়াচের বেশ কয়েকটি ধরন আছে। আপনার কোনটি চাই, কেমন দামে এবং কোন ব্র্যান্ড—ভেবে নিয়ে বেরিয়ে পড়ুন কিনতে।
স্মার্ট স্পিকার
উপহারের ডালায় রাখা যেতে পারে স্মার্ট স্পিকার। এটি রিমাইন্ডার সেট করাসহ দিতে পারে প্রশ্নের উত্তর। শুধু কি তাই! নিয়ন্ত্রণ করতে পারে স্মার্ট হোম-ডিভাইসগুলোকেও।
মনকাড়া ডিজাইন, আকারে ছোট, সহজে বহনযোগ্য এবং তারের সঙ্গে যুক্ত করার ঝামেলা না থাকায় ব্লুটুথ স্পিকার দারুণ জনপ্রিয়। এই ব্লুটুথ স্পিকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে স্মার্ট স্পিকার। এটি একটি হাতের স্পর্শ ছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমেই চালানো যায়। এর সমন্বিত ভার্চুয়াল সহকারী রয়েছে। ডিভাইসটি স্মার্ট স্পিকার ডিভাইস হিসেবেও কাজ করতে পারে। স্মার্ট স্পিকারে আইআর কন্ট্রোল ফিচার থাকায় এ ডিভাইস বাসাবাড়ির বিভিন্ন স্মার্ট গ্যাজেট বা অ্যাপ্লায়েন্সের ভয়েস কন্ট্রোল রিমোট হিসেবে কাজ করে। অর্থাৎ ব্যবহারকারী ভয়েস কমান্ডের সাহায্যে এই স্পিকারের মাধ্যমে ওই সব ডিভাইস পরিচালনা করতে পারবেন। এ ডিভাইসে হাতের স্পর্শ ছাড়া টাইমার সেট, গান বাজানো কিংবা শিশুদের পড়াশোনার অংশ হিসেবে কঠিন কঠিন শব্দের উচ্চারণও শেখানো যায়।
কার ড্যাশক্যাম
নিয়মিত গাড়ি বা স্কুটি চালান যিনি, তাঁর জন্য কার ড্যাশক্যাম বেশ প্রয়োজনীয়। এর সাহায্যে গাড়ি চালানোর সময় রাস্তার দৃশ্য রেকর্ড করা যায়। হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা, রাস্তাঘাটের চিত্র ড্যাশক্যামের সাহায্যে রেকর্ড করা সম্ভব। আবার খুব সুন্দর কোনো রাস্তায় গাড়ি চালানোর আনন্দ পরে উপভোগ করা যায় ড্যাশক্যামে ধারণ করা ভিডিওর মাধ্যমে।
ইনস্ট্যান্ট ক্যামেরা
উপহার হিসেবে ইনস্ট্যান্ট ক্যামেরা পেলে খুশি হবে যে কেউ। কেননা এই ক্যামেরায় ছবি তুলে আর অপেক্ষা করতে হয় না প্রিয় ছবিটি প্রিন্ট করানোর জন্য। এতে ছবি তোলার সঙ্গে সঙ্গেই বের হয়ে আসবে প্রিন্ট করা ছবি।
নিনটেন্ডো সুইচ
কেউ যদি কম্পিউটারে গেমস খেলা পছন্দ করেন, তাহলে উপহার হিসেবে নিনটেন্ডো সুইচ তাঁর ভালো লাগতে পারে। এই সুইসগুলো হচ্ছে হাইব্রিড কনসোল, যার সাহায্যে টিভি বা হাতে বহনযোগ্য ডিভাইসে গেম খেলা যায়। এই সুইচগুলোতে গেমের বিশাল সংগ্রহ থাকে।
ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজার
নিত্যকার জীবনযাপনে হাঁপিয়ে ওঠা মানুষদের একটু ভালো লাগা দিতে পারে এসেনশিয়াল অয়েল ডিফিউজার। এটি মূলত অ্যারোমা ডিফিউজার বা অ্যারোমা থেরাপি মেশিন। এসব ডিভাইসে পছন্দের এসেনশিয়াল অয়েল রাখলে ঘর সুগন্ধে ভরিয়ে তুলে মানসিক চাপ কমাতে এবং গাঢ় ঘুমে সাহায্য করে।
কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার
উপহার হিসেবে দেওয়া যেতে পারে কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনারও। সঙ্গীর প্রাত্যহিক জীবনে এটি বেশ কাজে লাগবে। এটি সহজে বহনযোগ্য ও খুব সহজে ধুলোবালি পরিষ্কার করা যায়।
এয়ারবাডস
যাঁকে উপহার দিতে চাই, তিনি যদি সংগীতপ্রেমী হয়ে থাকেন, তাহলে তাঁকে দেওয়া যেতে পারে এয়ারবাড। স্টোরিও ও নয়েজ ক্যানসেলেশন এয়ারবাডগুলো তাঁকে দেবে ভিন্ন স্বাদের ব্যতিক্রমী অভিজ্ঞতা।
এলইডি পিলো
প্রিয়জনের নাম, বিশেষ কোনো বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে এই বালিশে। বড় বিষয়, এই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুণ রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘরজুড়ে।
প্লে-স্টেশন ৫
যাঁরা ভার্চুয়াল গেম খেলতে ভালোবাসেন,তাঁর জন্য সেরা উপহার হতে পারে লেটেস্ট প্লে-স্টেশন ৫। এর গ্রাফিকস, বিশাল লাইব্রেরি, ব্যতিক্রমী গেমিংয়ের অভিজ্ঞতা তাঁদের মুগ্ধ করবে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো—তোমার
মনের মন্দিরে।
—রবীন্দ্রনাথ ঠাকুর
শিমুল, পলাশ, অশোকের রঙে ছাওয়া মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি এখন আর শোকের মাস নেই। আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার মাধ্যমে মাসটি এখন বিশ্বময় পরিচিত। ফলে ফেব্রুয়ারি এখন উদ্যাপনের মাস। আর ভালোবাসা দিবস রয়েছে এ মাসেই। এর প্রথম দুই সপ্তাহ পুরো পৃথিবীর মানুষ ভালোবাসায় মাখামাখি হয়ে একে অন্যের নাম লেখে মনের মন্দিরে। যেন প্রেমের দেবী আফ্রোদিতি উড়ে উড়ে প্রেমের তির ছুড়ে মারেন সবার মনে। সবাই তাই মেতে ওঠে আনন্দ আয়োজনে। এই আয়োজনের ডালায় ঠাঁই নেয় উপহার। ছোট্ট একটি উপহারই পারে প্রিয় মানুষের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিতে। নানা প্রযুক্তির পসরা থেকে বেছে নেওয়া যেতে পারে উপহার।
ঘড়ি
ঘড়ি অপছন্দ করার মানুষের সংখ্যা বেশ কম পৃথিবীতে। তারুণ্য এখন মেতেছে স্মার্ট ঘড়িতে। ভালোবাসা দিবসে প্রিয়জনকে দেওয়া যেতে পারে প্রয়োজনীয় ফিচারসমৃদ্ধ স্মার্ট ঘড়ি। এগুলো দেখতে যেমন স্টাইলিশ, তেমনি নানা কাজেরও। এককথায়, স্মার্ট ওয়াচকে বলা যেতে পারে হাতে পরার ছোট্ট কম্পিউটার। টাচস্ক্রিন ইন্টারফেস থাকার কারণে এ ঘড়ি থেকে কল করা, মেসেজ দেখা, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখা ইত্যাদি তো করা যায়ই, খোঁজ রাখা যায় স্বাস্থ্যেরও। হৃৎস্পন্দন, রক্তচাপ, অক্সিজেনের স্তর, ঘুমের পরিমাণ, হাঁটা, সাইক্লিং ইত্যাদি করার মতো কাজও করা যায় এর মাধ্যমে। বাজারে স্মার্ট ওয়াচের বেশ কয়েকটি ধরন আছে। আপনার কোনটি চাই, কেমন দামে এবং কোন ব্র্যান্ড—ভেবে নিয়ে বেরিয়ে পড়ুন কিনতে।
স্মার্ট স্পিকার
উপহারের ডালায় রাখা যেতে পারে স্মার্ট স্পিকার। এটি রিমাইন্ডার সেট করাসহ দিতে পারে প্রশ্নের উত্তর। শুধু কি তাই! নিয়ন্ত্রণ করতে পারে স্মার্ট হোম-ডিভাইসগুলোকেও।
মনকাড়া ডিজাইন, আকারে ছোট, সহজে বহনযোগ্য এবং তারের সঙ্গে যুক্ত করার ঝামেলা না থাকায় ব্লুটুথ স্পিকার দারুণ জনপ্রিয়। এই ব্লুটুথ স্পিকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে স্মার্ট স্পিকার। এটি একটি হাতের স্পর্শ ছাড়া ভয়েস কমান্ডের মাধ্যমেই চালানো যায়। এর সমন্বিত ভার্চুয়াল সহকারী রয়েছে। ডিভাইসটি স্মার্ট স্পিকার ডিভাইস হিসেবেও কাজ করতে পারে। স্মার্ট স্পিকারে আইআর কন্ট্রোল ফিচার থাকায় এ ডিভাইস বাসাবাড়ির বিভিন্ন স্মার্ট গ্যাজেট বা অ্যাপ্লায়েন্সের ভয়েস কন্ট্রোল রিমোট হিসেবে কাজ করে। অর্থাৎ ব্যবহারকারী ভয়েস কমান্ডের সাহায্যে এই স্পিকারের মাধ্যমে ওই সব ডিভাইস পরিচালনা করতে পারবেন। এ ডিভাইসে হাতের স্পর্শ ছাড়া টাইমার সেট, গান বাজানো কিংবা শিশুদের পড়াশোনার অংশ হিসেবে কঠিন কঠিন শব্দের উচ্চারণও শেখানো যায়।
কার ড্যাশক্যাম
নিয়মিত গাড়ি বা স্কুটি চালান যিনি, তাঁর জন্য কার ড্যাশক্যাম বেশ প্রয়োজনীয়। এর সাহায্যে গাড়ি চালানোর সময় রাস্তার দৃশ্য রেকর্ড করা যায়। হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা, রাস্তাঘাটের চিত্র ড্যাশক্যামের সাহায্যে রেকর্ড করা সম্ভব। আবার খুব সুন্দর কোনো রাস্তায় গাড়ি চালানোর আনন্দ পরে উপভোগ করা যায় ড্যাশক্যামে ধারণ করা ভিডিওর মাধ্যমে।
ইনস্ট্যান্ট ক্যামেরা
উপহার হিসেবে ইনস্ট্যান্ট ক্যামেরা পেলে খুশি হবে যে কেউ। কেননা এই ক্যামেরায় ছবি তুলে আর অপেক্ষা করতে হয় না প্রিয় ছবিটি প্রিন্ট করানোর জন্য। এতে ছবি তোলার সঙ্গে সঙ্গেই বের হয়ে আসবে প্রিন্ট করা ছবি।
নিনটেন্ডো সুইচ
কেউ যদি কম্পিউটারে গেমস খেলা পছন্দ করেন, তাহলে উপহার হিসেবে নিনটেন্ডো সুইচ তাঁর ভালো লাগতে পারে। এই সুইসগুলো হচ্ছে হাইব্রিড কনসোল, যার সাহায্যে টিভি বা হাতে বহনযোগ্য ডিভাইসে গেম খেলা যায়। এই সুইচগুলোতে গেমের বিশাল সংগ্রহ থাকে।
ইলেকট্রিক এসেনশিয়াল অয়েল ডিফিউজার
নিত্যকার জীবনযাপনে হাঁপিয়ে ওঠা মানুষদের একটু ভালো লাগা দিতে পারে এসেনশিয়াল অয়েল ডিফিউজার। এটি মূলত অ্যারোমা ডিফিউজার বা অ্যারোমা থেরাপি মেশিন। এসব ডিভাইসে পছন্দের এসেনশিয়াল অয়েল রাখলে ঘর সুগন্ধে ভরিয়ে তুলে মানসিক চাপ কমাতে এবং গাঢ় ঘুমে সাহায্য করে।
কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার
উপহার হিসেবে দেওয়া যেতে পারে কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনারও। সঙ্গীর প্রাত্যহিক জীবনে এটি বেশ কাজে লাগবে। এটি সহজে বহনযোগ্য ও খুব সহজে ধুলোবালি পরিষ্কার করা যায়।
এয়ারবাডস
যাঁকে উপহার দিতে চাই, তিনি যদি সংগীতপ্রেমী হয়ে থাকেন, তাহলে তাঁকে দেওয়া যেতে পারে এয়ারবাড। স্টোরিও ও নয়েজ ক্যানসেলেশন এয়ারবাডগুলো তাঁকে দেবে ভিন্ন স্বাদের ব্যতিক্রমী অভিজ্ঞতা।
এলইডি পিলো
প্রিয়জনের নাম, বিশেষ কোনো বার্তা, এমনকি প্রিয় ছবিও ছাপিয়ে দেওয়া যেতে পারে এই বালিশে। বড় বিষয়, এই বালিশে জ্বলতে পারে এলইডি আলোও। ফলে দারুণ রোমান্টিক পরিবেশ তৈরি হবে ঘরজুড়ে।
প্লে-স্টেশন ৫
যাঁরা ভার্চুয়াল গেম খেলতে ভালোবাসেন,তাঁর জন্য সেরা উপহার হতে পারে লেটেস্ট প্লে-স্টেশন ৫। এর গ্রাফিকস, বিশাল লাইব্রেরি, ব্যতিক্রমী গেমিংয়ের অভিজ্ঞতা তাঁদের মুগ্ধ করবে।
আগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩২ মিনিট আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
২ ঘণ্টা আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৫ ঘণ্টা আগে