Ajker Patrika

কিম জং উনকে গাড়ি উপহার দিলেন পুতিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১৮
কিম জং উনকে গাড়ি উপহার দিলেন পুতিন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট গাড়িটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য উপহার দিয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বছরের সেপ্টেম্বরে কিম ও পুতিনের মধ্যকার বৈঠকের পর থেকেই দুই দেশর মধ্যে ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে চলেছে। মূলত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্ব দুই দেশের সঙ্গে প্রায় একই ধরনের আচরণ করায় তাদের মধ্যে সম্পর্ক আরও বেশি গাঢ় হয়েছে। 
 
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার তৈরি এই গাড়ি গত ১৮ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়। এই উপহারের জন্য কিমের বোন সৌজন্যসহকারে কিম জং উনের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। কিমের বোন বলেছেন, এই উপহার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের একটি স্পষ্ট নিদর্শন। 
 
কেসিএনএর প্রতিবেদনে রাশিয়ার তরফ থেকে কোন মডেলের গাড়ি উপহার দেওয়া হয়েছে তা জানা যায়নি। পাশাপাশি রাশিয়া থেকে গাড়িটি কীভাবে উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কিম জং উনের গাড়ি সংগ্রহের শখ আছে। এমনকি তাঁর সংগ্রহে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি আছে। 

এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়া সফরকালে পুতিনের সংগ্রহে থাকা প্রেসিডেনশিয়াল অরাস সিনেট লিমোজিন পরিদর্শন করেন কিম। সে সময় কিমকে নিজের লিমোজিনে চড়ার আহ্বান জানিয়েছিলেন পুতিন। অবশ্য সেই সফরে কিম নিজস্ব ট্রেনে করে নিজের একটি মেব্যাক লিমোজিন নিয়ে গিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত