২৯ উদ্যোক্তার আনন্দ উঠান
কেউ ছিলেন ব্যাংকার, কেউ আর্কিটেক্ট আবার কেউ পড়েছেন গ্রাফিকস ডিজাইন বিষয়ে। বিভিন্ন সময় চাকরি করেছেন আবার ছেড়েও দিয়েছেন। এখন সবাই মিলেছেন এক চিন্তায়—চাকরি নয়, করবেন নিজের শখের কাজ, নিজের ব্যবসা। সে চিন্তা থেকেই তাঁরা হয়ে উঠেছেন এক একজন উদ্যোক্তা।