Ajker Patrika

স্নাতক পাস ভারতীয় তরুণী রাস্তায় বিক্রি করছেন পানিপুরি

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১২: ৫০
স্নাতক পাস ভারতীয় তরুণী রাস্তায় বিক্রি করছেন পানিপুরি

একুশ বছর বয়সী এক তরুণী মোটরবাইক চালাচ্ছেন। তাঁর বাইকের পেছনে একটি খাবারের স্টল। তিনি রাস্তায় ঘুরে ঘুরে পানিপুরি বিক্রি করছেন। মানুষ তাঁর নাম দিয়েছে ‘পানিপুরিওয়ালী’। ভারতের দিল্লির তিলকনগরে ইদানীং এ দৃশ্য দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পানিপুরিওয়ালী’ নামে পরিচিতি পাওয়া ওই তরুণীর নাম তাপসী উপাধ্যায়। তিনি প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

‘আর ইউ হাংরি ০০৭’ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, তাপসী উপাধ্যায় তাঁর মোটরবাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে পানিপুরি বিক্রি করছেন।

ভিডিওটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশিবার দেখেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন সেখানে। এক ব্যক্তি লিখেছেন, ‘সুপারগার্ল! চালিয়ে যাও। আশীর্বাদ করি।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী মেয়ে। সৃষ্টিকর্তা তোমাকে আরও সফলতা দিন।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ কাজ। বোন, তোমাকে কুর্নিশ।’

তাপসী বলেন, তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। চাকরি না করে উদ্যোক্তা হওয়াকে অনেকেই সহজভাবে নেননি। তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ‘কেন স্নাতক পাস করে পানিপুরি বিক্রি করছি। অনেকেই আমাকে বলেছেন, বাড়ি ফিরে যাও। রাস্তায় পানিপুরি বিক্রি করা কোনো মেয়ের জন্য নিরাপদ নয়।’

রাস্তায় স্বাস্থ্যকর পানিপুরি বিক্রি করাই তাঁর উদ্দেশ্য বলে জানান তাপসী উপাধ্যায়। তিনি বলেন, ‘রাস্তায় সাধারণত স্বাস্থ্যকর পানিপুরি পাওয়া যায় না। আমি স্বাস্থ্যকর উপায়ে ‘এয়ার ফ্রাইড’ পানিপুরি তৈরি করি।’ পানিপুরি বিক্রির পাশাপাশি রাস্তায় পাওয়া যায় এমন আরও খাবার তিনি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বিক্রি করতে চান বলে জানিয়েছেন তাপসী উপাধ্যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত