Ajker Patrika

সফল জুটি থেকে সফল উদ্যোক্তা

মো. ফাহাদ বিন সাঈদ
সফল জুটি থেকে সফল উদ্যোক্তা

ভালো লাগা থেকে বন্ধুত্ব, তারপর প্রেম আসে তাঁদের জীবনে। রেজুয়ান রহমান রমি ও ফাওজিয়া খান রাইসা দেশের দুই প্রান্তের দুই জেলার বাসিন্দা। তবে দুজনেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

২০১৮ সালে তাঁদের প্রথম পরিচয়। সে বছরই তাঁরা গড়ে তোলেন ‘কাঠের পুতুল’ নামের একটি ফেসবুক পেজ। মাত্র ৫ হাজার টাকার টি-শার্ট এনে সেই পেজের মাধ্যমে বিক্রি শুরু করেন। কিন্তু অনভিজ্ঞতা আর সঠিক পরিকল্পনার অভাবে প্রায় পুরো টাকাই ক্ষতির মুখে পড়ে। তবে পিছু হটেননি তাঁরা। দুজনের সম্মিলিত ইচ্ছা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আবার ঘুরে দাঁড়ান। ঠিক তখনই করোনার প্রাদুর্ভাব শুরু হয় এবং লকডাউনে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়। দুজন চলে যান নিজ নিজ বাড়ি। রমির বাড়ি টাঙ্গাইলে। সেখানকার শাড়ির খ্যাতি দেশজোড়া।

 ফলে সেই শাড়ি বিক্রি করার চিন্তা শুরু করেন তাঁরা। এর মধ্যে দুই পরিবারের সম্মতিতে ২০২১ সালের ১৭ জুন বিয়ে করেন রমি-রাইসা। আর কাঠের পুতুলের জন্য একটি দোকান ভাড়া নেন সে বছরের নভেম্বর মাসে।

কাঠের পুতুল নামের দোকানটি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন রাস্তার পাশে। বর্তমানে তাঁরা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই পণ্য বিক্রি করছেন। এখন প্রতি মাসে তাঁদের আয় প্রায় ৪০ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বন্ধুদের টিউশন করাতে দেখে রেজুয়ান রহমান রমি নিজের উদ্যোগে উপার্জনের চিন্তা করেছিলেন। পরে রাইসার সঙ্গে পরিচয় ও সহায়তা তাঁকে ব্যবসার দিকে ঠেলে দেয়। ধীরে ধীরে অনলাইন এবং আউটলেট দুটি থেকেই কাঠের পুতুলের পণ্যের বিক্রি বাড়ছে।

রমি-রাইসা জানিয়েছেন, ব্যবসাটাকে তাঁরা ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম্য—যেকোনো একটি বিভাগীয় শহরে নিয়ে যেতে চান। পাশাপাশি অনলাইন পেজটি সারা দেশের মানুষের কাছে পরিচিত করে তুলতে চান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত