কচুরিপানায় তৈরি সামগ্রী যাচ্ছে বিদেশে
খাল-বিলে অবহেলায় পড়ে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা। এই কচুরিপানা দিয়েই তৈরি করা হচ্ছে ফুলের টব, ব্যাগ, বালতিসহ নানা শৌখিন সামগ্রী। শুধু তাই নয় এসব সামগ্রী রপ্তানি করা হচ্ছে বিদেশে। সুভাষ চন্দ্র বর্মণ নামে এক যুবকের অভিনব এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়েছ পুরো জেলায়।