যুদ্ধজাহাজ উদ্বোধনে দুর্ঘটনা: উত্তর কোরিয়ার ৪ শীর্ষস্থানীয় কর্মকর্তা গ্রেপ্তার
গত বুধবার, নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় কিছু ত্রুটির কারণে সময়ের আগেই পানিতে পড়ে যায় জাহাজটির পেছনের অংশ। যেকারণে জাহাজের নিচের কাঠামোর কিছু অংশ ভেঙে যায়। একইসঙ্গে, জাহাজের সামনের অংশ আটকে পড়ে থাকে জাহাজ তৈরির র্যাম্প বা ‘শিপওয়ে’-তে। জাহাজটি উদ্বোধনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির...