নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত শনিবার ও রোববার দেশটি এ পরীক্ষা চালায়। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।