ক্ষেপণাস্ত্রে ভর করে নতুন হুংকার উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তে আঘাত হানা যাবে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিবৃতি দেওয়া হয়।